মায়ের বদলে শিশুকে ইঞ্জেকশন নার্সের! আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তুলকালাম
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বিড়াল কামড়ানোয় হাসপাতালে ভ্যাকসিন নিতে গেছিলেন মা (mother)। কিন্তু কর্তব্যরত নার্সের (nurse) ভুলে সেই ইঞ্জেকশন (injection) পেল কোলে থাকা দশমাসের শিশু। যা নিয়ে একেবারে হইহই কাণ্ড আলিপুরদুয়ার জেলা হাসপাতালে…