গোটা বাড়ি তছনছ, কেউ বেঁচে নেই! ভূমিকম্পের ধ্বংসস্তূপে একলা কেঁদে বেড়াচ্ছে কুকুর
দ্য ওয়াল ব্যুরো: সাদা লোমে ঢাকা ছোট্ট দেহ (Dog)। লোমশ ল্যাজ উঁচিয়ে আছে। জুলজুল চোখে একরাশ ভয়, কষ্ট, উদ্বেগ। এভাবেই ভাঙাচোরা ধ্বংসস্তূপের (Broken House) পাশে দাঁড়িয়ে রয়েছে সে। কারণ ওই ধ্বংসস্তূপেই আসলে সে থাকত। তার বাড়ি। ভূমিকম্পে…