এই শহর জানে দিয়েগোর প্রথম সবকিছু… মারাদোনার নামে স্টেডিয়ামের নামকরণ নাপোলিতে
দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বলে থাকেন, দিয়েগো মারাদোনার সর্বনাশের মূলে ছিল নাপোলি। এখানে যে তিনি সাতবছর খেলেছিলেন, এই সময়ে তিনি প্রথম মাদক সেবন করেছিলেন, এই সময়ের মধ্যে তিনি একাধিক নারীসঙ্গে আসক্ত হয়ে যান। নাপোলি নাকি চায়নি মারাদোনা অন্য ক্লাবে…