যুদ্ধে আত্মবলিদান দেওয়া পশুদের নিয়ে মিরাটে তৈরি হবে অনন্য স্মৃতিসৌধ
দ্য ওয়াল ব্যুরো: অবজ্ঞা কোনও দিনই করা হয়নি। শহিদ হওয়ার পরে পাথরে খোদাই করা হয়েছে অবদান। তবে এবার তাদের নিয়ে আলাদা একটা স্মৃতিসৌধ হতে চলেছে। যুদ্ধে প্রাণ দেওয়া মানুষ ছাড়া অন্য প্রাণীদের জন্যও এবার তৈরি হচ্ছে ওয়ার মেমোরিয়াল।
২০১৬ সালে…