পৃথিবী থেকে তারা খসে যাচ্ছে, রোসি বিদায়ে আবেগবিহ্বল ‘ফুটবল সম্রাট’
দ্য ওয়াল ব্যুরো: তাঁরও সার্বিক একটা আবেদন ছিল ফুটবলমহলে। তাঁর ফুটবল ঘিরেও ছিল একটা সম্মোহনের মতো জাগতিক ব্যাপার। বলা হতো, দিয়েগো মারাদোনা যেমন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তেমনি একইভাবে ১৯৮২ সালে ইতালিকে চ্যাম্পিয়ন করার…