একুশ এফেক্ট: ‘ইয়েস কামার’ বনাম ‘নো কামার’দের ঝামেলায় ধুন্ধুমার আমতায়
দ্য ওয়াল ব্যুরো: একুশের সমাবেশে আসা এবং না আসা তৃণমূলকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার আমতা। বাড়ি বাড়ি হামলা, থানা ঘেরাও, আমতা-রানিহাটি রোড অবরোধ, পুলিশের উপর ইটবৃষ্টি, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস, লাঠি চার্জে যুদ্ধক্ষেত্রে…