শেষ আপডেট: 1st October 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে পৃথিবীতে প্রায় ৪ কোটি মানুষ দৃষ্টিশক্তিহীন। ১২ কোটি ৪০ লাখ মানুষ স্বল্প দৃষ্টি সম্পন্ন। এতদিন দৃষ্টিহীন ব্যক্তিদের অপেক্ষা করতে হতো কোনও চক্ষু দাতার জন্য। কিন্তু এখন আর তা হবে না। বিজ্ঞানীরা দৃষ্টিহীন ব্যক্তিদের চোখে আলো ফিরিয়ে দেওয়ার জন্য 'বায়োনিক আই' বা কৃত্রিম চোখ তৈরি করেছেন।
অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির কিছু গবেষক দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে এই বায়োনিক আই বা কৃত্রিম চোখ আবিষ্কার করেছেন। প্রায় এক দশক ধরে তারা এই দিনটির জন্য কঠোর পরিশ্রম করেছেন। এটি প্রতিস্থাপন করলেই সহজেই দৃষ্টিহীন ব্যক্তিরা আবার দৃষ্টি ফিরে পাবেন।
এখন প্রশ্ন হল ‘বায়োনিক আই’ বা কৃত্রিম চোখ কী?
এটি কৃত্রিমচোখ বিভিন্ন যন্ত্র, সার্কিট ও ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছে। এর সাহায্য স্বল্প দৃষ্টিসম্পন্ন বা দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টি ফিরে পাবেন। এই বায়োনিক আই অপারেশনের মাধ্যমে আসল চোখের জায়গায় বসিয়ে দেওয়া হবে। তারপরে সেই কৃত্রিমচোখের সামনে একটি বিশেষ লেন্সের চশমা রাখা হবে। সেই চশমায় সামনে থাকা বস্তু দেখা যাবে।
‘বায়োনিক আই’ কীভাবে কাজ করে?
বিজ্ঞানীদের মতে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অন্ধত্বের মূল কারণ হল খারাপ কর্নিয়া। এটি খারাপ হলে আলো ঠিকমতো রেটিনার উপর ফোকাস করতে পারে না, তাই অন্ধত্ব নেমে আসে। এই কৃত্রিম চোখ সেই সমস্যা সামাধানের চেষ্টা করবে। এই ‘বায়োনিক আই’ এর ভেতরে থাকা সার্কিট দিয়ে তৈরি টাইলসগুলি কাজ করবে রেটিনার মতোই। ছবিকে স্নায়ু স্পন্দনে রূপান্তর করতে পারবে সহজেই। ফলে সব কিছু স্পষ্ট দেখতে পাবেন দৃষ্টিহীন ব্যক্তিরা।