শেষ আপডেট: 9th January 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের প্রথম পূর্ণ চাঁদ দেখা যাবে। যা 'উলফ মুন' নামে পরিচিত। বিভিন্ন সংস্কৃতিতে বছর জুড়ে প্রতিটি পূর্ণিমার নির্দিষ্ট নাম থাকে এবং তারা প্রায়শই সেই সময়ে প্রকৃতিতে যা ঘটেছে তার সঙ্গে সম্পর্কিত হয়। সেই মোতাবেক এই সময়ের পূর্ণিমায় চাঁদকে 'উলফ মুন' Wolf Moon বলা হয়। নতুন বছরে কবে এই রহস্যজনক চাঁদের দেখা পাওয়া যাবে?
কবে দেখা যাবে?
এই পূর্ণ চাঁদটি জানুয়ারির ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত, টানা তিন দিন দেখা যাবে। এই দু'টি রাতে, চাঁদ মঙ্গলগ্রহের সামনেও চলে আসবে। ফুল মুন, সুপার মুন, ব্লাড মুন, কোল্ড মুন—এই সব নাম তো জানেন, তবে কখনও কি শুনেছেন উলফ মুনের কথা? এবার চাঁদকে এক অদ্ভুতভাবে দেখতে পাওয়া যাবে। তবে প্রশ্ন হল, কেন হঠাৎ এমন একটি অদ্ভুত নাম পেল চাঁদ?
আসলে, বিজ্ঞানীরা বছরের প্রথম পূর্ণিমার চাঁদকেই উলফ মুন হিসেবে চিহ্নিত করেন। 'উলফ মুন'-এর পেছনে যে ইতিহাস রয়েছে, তা হল, শীতের তীব্রতা এবং গভীর রাতে শৈত্যপ্রবাহের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোয় বরফে ঢেকে যাওয়া পাহাড়ে নেকড়ে কেঁদে উঠত।
পাহাড়ের গাঢ় আঁধারে দাঁড়িয়ে তারা নিজেদের গলা উঁচু করে আর্তনাদ করত। আজও সেই একই পরিস্থিতি রয়েছে কিনা, তা সঠিকভাবে বলা কঠিন। উত্তর ও পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রের আলগনকুইন উপজাতিরা এই কারণে চাঁদটির নাম দিয়েছিল 'উলফ মুন' সেটিই প্রচলিত হয় বিশ্বজুড়ে।