শেষ আপডেট: 21st October 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞান এবং ধর্ম অনুসারে, মানুষের পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, যা স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি উপলব্ধি করে। কিন্তু সিক্সথ সেন্স, কথাটা চেনা লাগছে নিশ্চয়ই? কী এই সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়? কীভাবেই বা কাজ করে? সব মানুষের ক্ষেত্রে কী আলাদা আলাদাভাবে কাজ করে এই ষষ্ঠ ইন্দ্রিয়? জেনে নেওয়া যাক সব প্রশ্নের উত্তর।
সিক্সথ সেন্স আসলে কী?
বিজ্ঞানীদের মতে, মানুষের পাঁচটি ইন্দ্রিয় আছে। যা স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি অনুভব করে। এই পাঁচটি ইন্দ্রিয় হল- চোখ, নাক, জিহ্বা, কান এবং ত্বক। এখানেই শেষ নয়, আরও একটি ইন্দ্রিয় আছে, যা দৃশ্যমান নয়। সেটিই হল ষষ্ঠ ইন্দ্রিয়। বোঝা না গেলেও, অন্তর্দৃষ্টি থেকে বিচার করলে এর অস্তিত্ব রয়েছে। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। একে প্যারাসাইকোলজি বলা হয় বিজ্ঞানের ভাষায়।
শরীরের কোথায় ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে?
প্যারাসাইকোলজি অনুযায়ী, মানুষের মাথার খুলির নিচে একটি ছোট ছিদ্র আছে, যাকে বলা হয় ব্রহ্মরান্ধ্র। এটি শরীরের বাম দিকে এবং পিঙ্গলা নাড়িটি ডানদিকে অবস্থিত। সুষুম্না নাড়ি তারই মাঝখানে অবস্থিত। এই নাড়িটিকে সিক্সথ সেন্সের কেন্দ্র বলে মনে করা হয়।
এবার এখানেও যে ষষ্ঠ ইন্দ্রিয়কে স্পষ্ট দেখা যায়, তা কিন্তু নয়। বিজ্ঞানীদের মতে, সাধারণত ষষ্ঠ ইন্দ্রিয় সুপ্ত অবস্থায় থাকে, এটি বিভিন্ন কৌশলের মাধ্যমে জেগে ওঠে। যার সিক্সথ সেন্স বেশি থাকে, সে ষষ্ঠ ইন্দ্রিয় কোনও কিছুর আগাম পূর্বাভাস দিতে পারে বলে মনে করা হয়।
উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে জেনে নেওয়া যাক কোনও ব্যক্তি এই দিক থেকে কতটা এগিয়ে? বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, কোনও ব্যক্তি চোখে না দেখেও যখন কোনও জিনিসের গতিবিধি বুঝতে পারেন, তখন তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স অনেকটাই বেশি। এমনটা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। তবে কোনও ব্যক্তি কি ভাবছেন, দেখছেন, এটা কোনও সিক্সথ সেন্স নয়। এর পিছনেও রয়েছে অন্য এক বিজ্ঞান।