শেষ আপডেট: 22nd September 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: সূর্য এবং চাঁদের পরে, ভারত শুক্রে পা রাখতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা চারটি মহাকাশ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি হল শুক্র মিশন। এর নাম রাখা হয়েছে ভেনাস অরবিটার মিশন (ভিওএম)। ভারত ২০২৮ সালের মার্চের মধ্যে তাদের মিশন শুরু করবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই মিশনটি পরিচালনা করতে চলেছে।
শুক্রে যেতে খরচ কত?
ভেনাস অরবিটার মিশন-এর জন্য ভারত ১২৩৬ কোটি টাকা খরচ করবে। এর মধ্যে ৮২৪ কোটি টাকা খরচ হবে শুধুমাত্র মহাকাশযানের জন্য। তারপরে শুক্রে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে ভেনাস অরবিটার করে।
ভেনাস অরবিটার মিশন কী?
এই মিশনের মাধ্যমে ইসরো শুক্রের কক্ষপথে একটি মহাকাশযান পাঠাবে। সেই কক্ষপথ থেকেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। শুক্রের পৃষ্ঠকে কেন্দ্র করে চলবে গবেষণা। সেখানকার বায়ুমণ্ডল বোঝার চেষ্টা করা হবে। শুক্রকে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ বলা হয়। তাই তার প্রভাব কোনও ভাবে সূর্যের উপর পড়ছে কি না, তা গবেষণা করে দেখা হবে।
ইসরোর মতে, এটি এক ধরনের অরবিটার মিশন। এই মিশনে পাঠানো মহাকাশযান শুক্রের কক্ষপথে পৌঁছাবে। কিন্তু গ্রহের পৃষ্ঠে অবতরণ করবে না। মহাকাশযানটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যাতে দূর থেকেই পরীক্ষা করা সম্ভব হয়।