শেষ আপডেট: 31st January 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন লেনদেন ছাড়া এখন যেন কিছুই ভাবা যায় না। আলপিন থেকে শুরু করে আলমারি, সবই অনলাইনে পেমেন্ট করে কেনা যায়। আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ইউপিআই আইডি। কিন্তু সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে? আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে একাধিক ইউপিআই আইডি বন্ধ হয়ে যাওয়ার মুখে! কী করতে হবে তা সচল রাখতে গেলে?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)ইউপিআই লেনদেনের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। বলা হয়েছে, যে সমস্ত ইউপিআই আইডিতে #, @, $, বা *- এই ধরনের ক্যারেক্টর থাকবে তা বাতিল করে দেওয়া হবে। তাই এখন যাদের ইউপিআই আইডি-তে এমন চিহ্ন রয়েছে তা বদলে নতুন আইডি তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। নাহলে ১ তারিখ থেকেই অনলাইন লেনদেন তাঁরা আর করতে পারবেন না।
এনপিসিআই বলছে, শুধুমাত্র আলফানিউম্যারিক ক্যারেক্টরই যেন ইউপিআই আইডির ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে টেকনিক্যালি কোনও সমস্যা না হয় ভবিষ্যতে। তাই ১ ফেব্রুয়ারি থেকেই এই বদল আনছে তাঁরা। যারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ধরনের চিহ্ন দেওয়া আইডি বদল করবে না তাদের অনলাইন পেমেন্ট হবে না।
রিপোর্ট বলছে, বিগত কয়েক বছরে ইউপিআই পেমেন্টের ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে যা ৩৪ শতাংশ ছিল, ২০২৪ সালে তা হয়েছে ৮৩ শতাংশ! অন্যদিকে আরটিজিএস, এনইএফটি-র মতো পেমেন্টের ব্যবহার ৬৬ শতাংশ থেকে ১৭ শতাংশে চলে এসেছে একই সময়ের মধ্যে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস।