শেষ আপডেট: 11th November 2024 19:47
দ্য় ওয়াল ব্যুরো: আজও সৌরজগতে এমন অনেক রহস্য রয়েছে, যেখানে বিজ্ঞান এখনও পৌঁছাতে পারেনি। তবে বিজ্ঞানীরা নতুন তথ্য সংগ্রহের জন্য একের পর এক গবেষণা করে চলেছেন। গত এক দশক ধরে বিজ্ঞানীরা দাবি করেছেন, সৌরজগতের কোথাও লুকিয়ে রয়েছে অন্য একটি গ্রহ। তার নামও রাখা হয়েছে 'প্লানেট নাইন'।
বিজ্ঞানীরা সৌরজগতের অন্য গ্রহদের কক্ষপথ প্রদর্শন, তাদের গতিবিধি লক্ষ্য করেছেন। গবেষণায় দেখা গিয়েছে, সেই সব গ্রহদের চলার পথে একটি বাধা রয়েছে। তারপর ব্যবহার করা হয়েছে টেলিস্কোপের। সেখানে উঠে এসেছে একটি নতুন রহস্য। তাঁরা বুঝতে পেরেছেন গোটা সৌরজগতে লুকিয়ে আছে আরও একটি গ্রহ। আর সেই গ্রহেরই নাম দিয়েছেন প্ল্যানেট-৯।
দীর্ঘকাল ধরেই এই গ্রহের অস্তিত্ব নিয়ে চলছে নানান ধরনের বিতর্ক। এসবের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তুলে ধরল একটি নতুন তথ্য। নাসার বিজ্ঞানীদের মতে, নাসার টেলিস্কোপ পারবে এই গ্রহের অস্তিত্ব রয়েছে নাকি নেই, তা খুঁজে বের করতে। নতুন এ গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন ‘ট্রান্স–নেপচুনিয়ান অবজেক্ট’ পরীক্ষা করেছেন, যা ‘টিএনও’ নামেও পরিচিত।
সংজ্ঞা অনুসারে, এগুলো বিভিন্ন এমন বস্তু, যা সৌরজগতের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ নেপচুনের চেয়েও দূরে রয়েছে। গবেষণায় বিভিন্ন এমন বস্তুর দিকে নজর দেওয়া হয়েছে, যেগুলোর গতিবিধি নেপচুনের কক্ষপথে প্রবেশ করার পর বদলে গেছে।
এদিকে আবার সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী জর্জ লাফলিনের চোখে নতুন এই গ্রহটি 'অসাধারণ'। কারণ গবেষকেরা গ্রহের অস্তিত্ব নিয়ে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করছেন। একাধিক কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে নতুন গ্রহটির অস্তিত্ব জানা যাচ্ছে।
এমনটা সম্ভব হচ্ছে কারণ গ্রহের গ্যালাকটিক জোয়ারের কারণে মহাকর্ষীয় বস্তু গুচ্ছ আকারে অবস্থান করছে। তাই বিজ্ঞানীরা এখন চাইছেন সৌরজগতের নবম এই গ্রহটিকে সরাসরি টেলিস্কোপে ধরতে। তাঁদের কথায়, 'আমরা ওই গ্রহটির পথের সন্ধান পেয়েছি। কিন্তু, পথের কোন জায়গায় গ্রহটি রয়েছে তা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি।'