বাটাগাইকা ক্র্যাটার
শেষ আপডেট: 3rd September 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার উত্তর সাইবেরিয়ার বিশাল গর্ত সম্পর্কে অনেক তথ্যই উঠে আসে। হঠাৎই একদিন গজিয়ে উঠেছিল বিশালাকার বহু গর্ত। প্রশ্ন উঠেছিল, বরফে ঢাকা সাইবেরিয়ায় কোথা থেকে উদয় হল এত গর্ত? রহস্যজনক এই গর্তগুলো নিয়ে গবেষণা করার পর থেকে বিভিন্ন সব তথ্য বেরিয়ে এসেছিল। কিন্তু রহস্যের নিশ্চিত সমাধান এখনও কেউ দিতে পারেননি।
তবে বর্তমানে গবেষকরা দেখেছেন রহস্যজনক এই গর্তগুলো বিশাল আকার ধারণ করেছে। ক্রমাগত ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই গর্তের ভেতরে পাহাড় ও উপত্যকা তৈরি হচ্ছে। এই সমস্ত পরিবর্তন স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে দেখতে পেয়েছেন গবেষকরা। এর নাম বাটাগাইকা ক্র্যাটার। এর অর্থ নরকের দরজা। ইউএসজিএস অনুসারে, এই গর্ত ১৯৯১ সালে যতটা বড় ছিল, তার থেকে ২০২৪ সালে তিনগুণ বেড়েছে। কেন ক্রমাগত বাড়ছে এই গর্ত আকারে বড় হচ্ছে, তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা।
সাইবেরিয়ার গর্তগুলো ক্রমশ বড় হচ্ছে কীভাবে?
বিজ্ঞানীদের মতে, আর্কটিক অঞ্চল খুব দ্রুত উষ্ণ হচ্ছে। ফলে সেখানে পারমাফ্রস্ট গলে যাচ্ছে। পারমাফ্রস্ট হল মাটি এবং বরফের একটি পুরু স্তর, যা সবসময় বরফে ঢাকা ছিল। কিন্তু এখন তা আর নেই। বাটাগাইকা ক্র্যাটার আসলে একটি গর্ত নয়। পারমাফ্রস্টের একটি অংশ, যা দ্রুত গলে যাচ্ছে। একে বিজ্ঞানীরা বলেন রেট্রোগ্রেসিভ থাও স্লাম্প।
বিজ্ঞানীদের মতে, এই গর্তগুলোর আকার বাড়ার একটাই প্রধান কারণ, তা হল তাপমাত্রা বৃদ্ধি। আর বিষয়টা যদি তাপমাত্রা বৃদ্ধির ফলেই ঘটে থাকে, তাহলে তার কারণ বিশ্ব উষ্ণায়ন। তাই সতর্কতা জারি করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে দ্রুত সাইবেরিয়ার উপরে জমে থাকা সমস্ত বরফ গলতে শুরু করেছে।
এমন হতে থাকলে ওই গর্তগুলোও দ্রুত জলে ভরে যাবে। আগামী ১-২ বছরের মধ্যে জলে পরিপূর্ণ হয়ে গেলে রহস্য ভেদ করার জন্য গবেষণাও করা আর সম্ভব হবে না বিজ্ঞানীদের পক্ষে।