শেষ আপডেট: 15th October 2024 11:00
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে রোবট মানুষের মতো চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। অর্থাৎ একটা রোবট, যে কি না বাড়ির সব কাজ থেকে শুরু করে এদিক ওদিক যাওয়া, নিজে থেকেই করছে। তবে নিজের ইচ্ছায় নয়, মানুষের নির্দেশ মতোই কাজ করে রোবট। এমনকি প্রেমেও পড়তে পারে।
এমনটা কিন্তু শুধুই আর সিনেমায় সীমাবদ্ধ নেই। এবার এটাই বাস্তবে করে দেখালেন এলন মাস্ক। বাড়ির সমস্ত কাজ করতে পারে এলন মাস্কের বোরট। তার কোম্পানি টেসলা, অপটিমাস রোবট তৈরি করেছে। রোবটগুলিতে এআই-এর ব্যবহার করা হয়েছে।
বেশ কিছু বছর ধরেই মানুষের খিদমতগারি করছে যন্ত্রমানব বা রোবট। হোটেল-রেস্তরাঁয় খাবার পরিবেশন থেকে শুরু করে জিনিস পত্র য়ে নিয়ে যাওয়া, সব কিছুতেই পারদর্শী হয়ে উঠছে অপটিমাস রোবট। অনুষ্ঠানে অর্ডার করা প্যাকেজ তুলে নিয়ে যাচ্ছে সে। গাছে জল দিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করছে। বাজার ঢেলে সাজাচ্ছে, আবার বাচ্চাদের সঙ্গে খেলছেও। তবে মানুষের জায়গা যে খুব সহজে নিতে পারবে না, তা নিজেই প্রমাণ করল অপটিমাস রোবট।
ক্যালিফোর্নিয়ার 'উই রোবট' নামে একটি অনুষ্ঠানে সম্প্রতি সাধারণ মানুষের সামনে আনা হয় অপটিমাস রোবটকে। খাবার, পানীয় পরিবেশন করতে শুরু করে। এমনকি সে যে নাচতেও পারে, তাও দেখিয়ে দিল। অতিথিদের সঙ্গে আলাপচারিতা করে সেলফি-ও তুলে ফেলল।
সাধারণ মানুষ রোবটটিকে একের পর এক প্রশ্ন করতে থাকে। আর সেও বেশ গুছিয়ে উত্তর দেয়। টেসলার অপটিমাস রোবটের কাছে জানতে চাওয়া হয়, রোবট হওয়ার সবচেয় কঠিন দিক কী?
এর উত্তরে সে বলে, 'আপনাদের মতো মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ'। তার এই জবাব শুনে সেখানে উপস্থিত সবাই হাসতে থাকে। সে আরও বলে, 'আমি নিজেকে উন্নত করার চেষ্টা করে চলেছি। আশা করি, একদিন আপনাদের মতো হয়ে উঠতে পারব।'
অপটিমাস রোবটটির উচ্চতা ৫ পুচ ৮ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। টেসলার গাড়িতে যে যন্ত্রমেধার ব্যবহার হয়, এই রোবটেও সেটিই ব্যবহৃত হয়েছে। তবে কোম্পানিটি রোবটটিকে প্রথম প্রজন্মের চেয়ে অনেক ভাল প্রশিক্ষণ দিয়েছে। সবচেয়ে বড় কথা এই রোবটটি একেবারে মানুষের মতোই চলাফেরা করে। টেসলা রোবটটির ওজন ১০ কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি ৩০% দ্রুত হয়েছে।