শেষ আপডেট: 9th March 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: নয় মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তবে এই দীর্ঘ সময় মহাকাশে থাকার সবচেয়ে কঠিন দিক ছিল বাড়ি ফিরে আসার অনিশ্চয়তা। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক বৈঠকে সুনীতা জানান, “পৃথিবীতে থাকা প্রিয়জনরা ক্রমাগত আমাদের কথা ভেবে চলেছেন। তাঁরা জানেন না ঠিক কবে আমরা ফিরব। এটা ওদের জন্য রোলার কোস্টারের মতো সময়।”
মহাকাশে সঙ্গী হিসেবে রয়েছেন আমেরিকান মহাকাশচারী বুচ উইলমোর। আগামী মার্চের মাঝামাঝি স্পেসএক্স ক্রু ড্রাগন মিশনের মাধ্যমে তাঁরা পৃথিবীতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে এই অভিযানের ফিরতি যাত্রায় একাধিকবার বাধা পড়েছে। ফলে এখনও তাঁরা আটকে মহাকাশে।
২০২৪ সালের জুন মাসে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়ে তাঁরা মহাকাশে যান। কিন্তু মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে সেই ক্যাপসুলে তাঁদের ফিরে আসা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই তাঁরা আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রয়েছেন।
তাঁদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা তোমাদের ভালবাসি এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফিরিয়ে আনব।” তবে এই উদ্ধার অভিযানের দেরির জন্য প্রাক্তন বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেন, “তোমাদের এতদিন ওখানে থাকা উচিত ছিল না। আমেরিকার ইতিহাসে সবচেয়ে অদক্ষ প্রেসিডেন্ট এই পরিস্থিতির জন্য দায়ী। তবে এই প্রেসিডেন্ট তা হতে দেবে না।”
ট্রাম্প জানান, “আমি এলন মাস্ককে এক সপ্তাহ আগে অনুমতি দিয়েছি। আমি বলেছিলাম, ‘আমাদের দুইজন মানুষ ওখানে রয়েছেন যাঁদের বাইডেন ও কমলা ওখানেই রেখে দিয়েছেন। তুমি কি ওদের ফিরিয়ে আনতে প্রস্তুত?’ ইলন বলেছিলেন, ‘হ্যাঁ।’ স্পেসএক্সের প্রধান এলন মাস্কও বাইডেন প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। মাস্কের সেই মন্তব্য সমর্থন করেছেন মহাকাশচারী বুচ উইলমোর। তিনি জানান, মাস্কের দাবিগুলি সত্যি বলেই মনে করেন তিনি। তাঁরা কবে পৃথিবীতে ফিরে আসেন এখন সেটাই দেখার।