শেষ আপডেট: 17th March 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: প্রায় নয় মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা দুই মার্কিন মহাকাশচারী, বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস (Butch Wilmore and Sunita Williams), অবশেষে ভারতীয় সময় বুধবার ভোরে পৃথিবীতে ফিরতে চলেছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) জানিয়েছে, তাঁরা স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে ফিরবেন।
পৃথিবীতে, নিজের জায়গায় ফিরতে পেরে স্বভাবতই খুশি তাঁরা। এর জন্য ইলন মাস্ক ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একটি ভিডিওতে দুই মহাকাশচারীকে বলতে শোনা যায়, 'আমাদের জন্য ও মহাকাশ অভিযানের জন্য তাঁরা যা করেছেন, তা অসামান্য। সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।'
মাস্ক এই নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে উইলিয়ামস বলেন, 'শীঘ্রই ফিরছি, আমার জন্য প্ল্যান বাদ দিও না।'
গত জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে আইএসএসে গিয়েছিলেন উইলমোর ও উইলিয়ামস। এটি ছিল স্টারলাইনারের প্রথম মানববাহী মিশন। কিন্তু সফরের মাঝপথেই মহাকাশযানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফলে উড়ানের অযোগ্য ঘোষণা করা হয়। কয়েকদিনের জন্য গেলেও দীর্ঘ নয় মাস মহাকাশে আটকে পড়েন তাঁরা। তারপর দীর্ঘ কাঠখড় পুড়িয়ে তাঁদের পৃথিবীতে ফেরাচ্ছে নাসা।
ঘোষণা অনুযায়ী, পূর্ব পরিকল্পনার চেয়ে একদিন আগেই ফিরছেন তাঁরা। ফ্লোরিডার উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিট) তাঁদের মহাকাশযান নামবে। খারাপ আবহাওয়ার আশঙ্কায় ফেরার সময় এগিয়ে আনা হয়েছে।
আর কারা ফিরছেন তাঁদের সঙ্গে?
উইলমোর ও উইলিয়ামসের সঙ্গে একই যানে ফিরবেন আরেক মার্কিন মহাকাশচারী নিক হেগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ। সোমবার রাত থেকে ক্যাপসুলের হ্যাচ বন্ধ করার প্রস্তুতি শুরু হবে, যা লাইভ সম্প্রচার করবে নাসা।