শেষ আপডেট: 16th March 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: নয় মাস ধরে মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে নানা শারীরিক সমস্যার মুখে পড়তে পারেন মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মূলত আট দিনের জন্য মহাকাশে পাঠানো হলেও, প্রযুক্তিগত সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) তাঁদের থাকতে হয়েছে প্রায় নয় মাস। এদিকে, নাসার ক্রু-১০ দল রবিবার (১৬ মার্চ) আইএসএস-এ প্রবেশ করবে। শুক্রবার (১৪ মার্চ) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে তাঁদের যাত্রা শুরু হয়েছে।
কী কী সমস্যার মুখে পড়তে পারেন মহাকাশচারীরা?
‘বেবি ফিট’ সমস্যা: দীর্ঘদিন মহাকাশে থাকলে পদচারণার অভাবে পায়ের তলার শক্ত চামড়া নরম হয়ে যায়। ফলে পৃথিবীতে ফিরে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন মহাকাশচারীরা। সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাড়ের ঘনত্ব কমে যাওয়া: নাসার তথ্য অনুযায়ী, প্রতিমাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হাড় প্রায় ১% ঘনত্ব হারায়, যা অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
রক্তচাপের পরিবর্তন ও দৃষ্টিশক্তির সমস্যা: মহাকর্ষের অভাবে রক্তপ্রবাহের স্বাভাবিক গতিবিধি বদলে যায়, রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও থাকে। এমনকি চোখের আকৃতি পরিবর্তিত হয়ে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে।
বিপজ্জনক রেডিয়েশন: পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকীয় ক্ষেত্র মানব দেহকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এ ধরনের প্রতিরক্ষা নেই। ফলে মহাকাশচারীরা উচ্চমাত্রার রেডিয়েশনের মুখে পড়েন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পৃথিবীতে পা রাখতেও এই সমস্যার মুখে পড়বেন উভয় মহাকাশচারী। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর যখন পৃথিবীতে ফিরবেন, তখন তাঁদের দীর্ঘদিনের মহাকাশ যাত্রার প্রভাবগুলি কাটিয়ে উঠতে বিশেষ চিকিৎসার প্রয়োজন হবে।