শেষ আপডেট: 19th October 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো: সারাদিনে ফোনে একাধিক স্প্যাম কল আসে। সাইবার জালিয়াতি আটকাতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) একের পর এক ব্যবস্থা নিয়ে চলেছে। তাতেও স্প্যাম কল আসা বন্ধ হচ্ছে না। আর এসব স্প্যাম কল থেকেই হচ্ছে জালিয়াতি। ব্যাঙ্ক থেকে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
ট্রাই-এর কঠোরতা সত্ত্বেও, ভারতে স্প্যাম কল এবং ভুয়ো এসএমএসের মতো স্ক্যাম বেড়েই চলেছে। তা থেকে মুক্তি পাওয়া কি কোনওভাবেই সম্ভব নয়? সোশ্যাল মিডিয়ায় উঠছে এমন অনেক প্রশ্ন। উত্তর হল খুব সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পাওয়া সম্ভব।
স্প্যাম কল এবং ভুয়া এসএমএসের মতো যে কোনও স্ক্যাম থেকে রক্ষা পেতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ট্রাই-এর একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তারপরে তা স্মার্টফোনে অ্যাক্টিভেট করতে হবে। এর পরে কখনওই আর ফোনে কোনও স্প্যাম কল এবং এসএমএস আসবে না। ফলে জালিয়াতির পরিমাণ অনেকটাই কমে যাবে। এবার প্রশ্ন হল অ্যাপটির নাম কী?
কী অ্যাপ ডাউনলোড করতে হবে?
ট্রাই ডিএনডি ৩.০ অ্যাপটি ডাউনলোড করে নিলেই স্প্যাম কল, স্প্যাম মেসেজের মতো সমস্যার সমাধান সম্ভব। এই অ্যাপটি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তৈরি করেছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
এই অ্যাপ কীভাবে ব্যবহার করে?
ট্রাই ডিএনডি ৩.০ অ্যাপটি প্রথমে স্মার্টফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপরে ইনস্টল অপশনে ক্লিক করলেই, ফোনে ইনস্টল হয়ে যাবে। তারপরে অ্যাপটি খুলতে হবে। সেখানে প্রথমেই ফোন নম্বর চাওয়া হবে। সেটি লিখতে হবে। এবার সেই নম্বরে অ্যাপের তরফ থেকে একটি ওটিপি পাঠানো হবে। সেটি লিখে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে।
সাইন ইন হয়ে যাওয়ার পরেই যে নম্বরটা দেওয়া হয়েছে, সেটি ডিএনডি (ডু নট ডিস্টার্ব)-এর তালিকায় চলে যাবে। এতে সেই নম্বরে আসা অবাঞ্ছিত কল এবং মেসেজগুলি ব্লক করা হবে। তবে সেক্ষেত্রে ডিএনডি-তে স্পেসিফিকেশন সেট করা যাবে। শুধুমাত্র বিশেষ কিছু স্প্যাম কল চান কি না, তাও সেখানে জানাতে হবে।