শেষ আপডেট: 11th February 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: মানবশরীরকে সোজা করে ধরে রাখার প্রধান অঙ্গ বলা যেতে পারে মেরুদণ্ডকে। এই মেরুদণ্ডে যদি কোনও রকম সমস্যা থাকে, তবে তা না সারলে মুশকিল। আর এই সমস্যা যদি হয় ছোটদের, তাহলে অনেক ক্ষেত্রেই আতান্তরে পড়েন বাবা-মায়েরা। বুঝে উঠতে পারেন না, কোথায় যাবেন, কী চিকিৎসা করাবেন। অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অস্ত্রোপচারের, তখন আরও বড় বাধা হয়ে দাঁড়ায়, অর্থ।
ঠিক এই সমস্যা দূর করতেই ১৬ বছর ধরে কাজ করছে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। বহু শিশুর শিরদাঁড়ার অসুখ সারিয়েছে তারা। দরিদ্র পরিবারগুলি সামর্থ অনুযায়ী টাকা দিয়েছে, অনেকে আবার বিনামূল্যেও পরিষেবা দিয়েছে। এমন বহু শিশুকে এই সংগঠনের তরফে সুস্থ করা হয়েছে, যাঁদের হয়তো সোজা হয়ে দাঁড়ানোরই কথা ছিল না। তারা এখন দিব্যি স্কুলে পড়ছে।
বস্তুত, বহু শিশুই মেরুদণ্ডে সমস্যা নিয়ে জন্মায়। যেমন দার্জিলিং থেকে আসা ইনা। জন্মগত ত্রুটির কারণে মেরুদণ্ডের বাইরে বেরিয়ে এসেছিল তার সুষুন্মা কাণ্ড। জন্মের দু'দিনের মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয় তার। এর পরে চলেছে ১০ বছরের চিকিৎসা। ১৪টা সার্জারি করা হয়েছে। এখন ইনা সম্পূর্ণ সুস্থ।
দেখুন ভিডিও।
চিকিৎসক তৃণাঞ্জন সারেঙ্গী জানালেন, সন্তানকে নিয়ে এমন সমস্যায় গোটা দেশে বহু মানুষই পড়েন। কিন্তু অর্থের অভাবে সকলে এত সার্জারির ধাক্কা পোহাতে পারে না। স্পাইন রিসার্চ ফাউন্ডেশন সেই কাজই করে আসছে, বছরের পর বছর ধরে। নামমাত্র খরচে এই ধরনের জটিল সার্জারি করে শিশুদের জীবন রক্ষা করা সম্ভব। দরকার শুধু সচেতনতা ও সদিচ্ছা।