শেষ আপডেট: 12th January 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বহু প্রতীক্ষিত এবং দু'বার পিছিয়ে যাওয়া মহাকাশ ডকিং পরীক্ষা ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট’ (স্পেডেক্স) শীঘ্রই সম্পন্ন হতে পারে। রবিবার ইসরো জানিয়েছে, পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা দু'টি উপগ্রহ একে অপরের কাছাকাছি চলে এসেছে।
ইসরো তাদের এক্স (প্রাক্তন টুইটার)-এ জানিয়েছে যে, এসডিএক্স০১ (চেজার) এবং এসডিএক্স০২ (টার্গেট) নামে উপগ্রহ দু'টি এখন মাত্র ১৫ মিটার দূরত্বে রয়েছে। '১৫ মিটার দূরত্বে আমরা একে অপরকে আরও স্পষ্ট দেখতে পাচ্ছি। তারা মাত্র ৫০ ফুট দূরে,' ইসরো এক পোস্টে জানিয়েছে।
রবিবার সকাল ৬টার দিকে ইসরো স্পেডেক্স উপগ্রহের তোলা একে অপরের ছবি এবং ভিডিও শেয়ার করে জানায়, সেগুলি ১৫ মিটার দূরে স্থিরভাবে রয়েছে।
জানুয়ারি ৮ তারিখে স্পেডেক্স মিশন দ্বিতীয়বারের মতো পিছিয়ে দেওয়া হয়। উপগ্রহগুলির মধ্যে অতিরিক্ত ভ্রান্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ডকিং চেষ্টা ৭ জানুয়ারি হওয়ার কথা ছিল, পরে তা ৯ জানুয়ারি পুনঃনির্ধারিত হয়।
৮ জানুয়ারি ইসরো জানায়, 'উপগ্রহগুলোর মধ্যে ২২৫ মিটার দূরত্বে পৌঁছানোর সময় বিশেষ কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে পুনরায় পরিকল্পনা করতে হয়।
SpaDeX Docking Update:
— ISRO (@isro) January 12, 2025
SpaDeX satellites holding position at 15m, capturing stunning photos and videos of each other! ????️????️
#SPADEX #ISRO pic.twitter.com/RICiEVP6qB
স্পেডেক্স মিশনের উদ্দেশ্য
স্পেডেক্স মিশনটি সফল হলে, ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা মহাকাশে ডকিং প্রযুক্তি আয়ত্ত করেছে। এই প্রযুক্তি ভবিষ্যতের গভীর মহাকাশ অনুসন্ধান এবং প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা।
২০২৩ সালের ৩০ ডিসেম্বর উৎক্ষেপিত পিএসএলভি সি৬০ রকেটের মাধ্যমে ২২০ কিলোগ্রাম ওজনের দু'টি উপগ্রহ ৪৭৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা হয়। স্পেডেক্স মিশনের মূল লক্ষ্য ছোট মহাকাশযান ব্যবহার করে মহাকাশে ডকিং প্রযুক্তি চালু করা।