শেষ আপডেট: 16th September 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: 'পোলারিস ডন' মিশনের মধ্যে দিয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। বিশ্বের প্রথম ব্যক্তিগত স্পেসওয়াক মিশন সফল হয়েছে। আমেরিকান ব্যবসায়ী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের জন্য এটি একটি বড় সাফল্য। স্পেসএক্সের মানব মিশন পৃথিবীতে ফিরে এসেছে। আর সেই সাফল্যকে কেন্দ্র করে টুইট করেছেন মাস্ক।
‘পোলারিস ডন’ মিশনের মহাকাশচারীরা অবশেষে মহাকাশে পাঁচ দিনের মিশন শেষের ইতিহাস গড়ে নিরাপদে পৃথিবীতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। চার মহাকাশচারীকে বহনকারী স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে। অবতরণের পরে তাঁরা বলেন, 'এই অভিজ্ঞতা ভোলার নয়। আমাদের চারজনকে নিয়ে যাওয়ার জন্য পোলারিস ডনকে অনেক অনেক ধন্যবাদ।'
এটি স্পেসএক্সের জন্য একটি বড় মাইলফলক। স্পেসওয়াকের অংশ হিসাবে আইজ্যাকম্যান এবং মিসেস গিলিস প্রত্যেকে প্রায় ১৫ মিনিটের জন্য মহাকাশযানটি ছাড়া হয়েছিল। সেটিকে হ্যাচের সঙ্গে আটকানো ছিল। তারপরে চার নভোচারী হেঁটে বেরান মহাকাশে।
মহাকাশ ভ্রমণের খরচ কত?
মহাকাশে যাওয়ার বিপুল খরচ। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে একটি আসনের দাম প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৬১.৪১ কোটি টাকারও বেশি। তবে শুধুই খরচ নয়, স্পেসওয়াকে যাওয়ার জন্য ব্যক্তির শারীরিক এবং মানসিক ক্ষমতা দেখে, তারপরেও পাঠানো হয়।