শেষ আপডেট: 10th January 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবী থেকে মহাকাশের দিকে তাকালে ঠিক কী দেখতে পান বলুন তো? মহাকাশ বললে হয়তো, অনেক দূরের কথা বলা হবে। আকাশের দিকে খালি চোখে তাকালে সবকিছু পরিষ্কারভাবে দৃশ্যমান হয়, তাই তো? কিন্তু আপনি জানলে অবাক হবেন, মহাকাশে শুধুই ধুলো আছে। এই ধুলোর মাঝেই রাতের আকাশে বিরল এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
২৮ ফেব্রুয়ারি, সূর্যের চারপাশে ঘূর্ণায়মান সাতটি গ্রহ—শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি এবং মঙ্গল একই সরলরেখায় অবস্থান করবে। বিজ্ঞানীরা এই ঘটনাকে বিরল এক ‘গ্রহ-সংযোগ’ হিসেবে চিহ্নিত করেছেন। তবে সূর্যের এক পাশে কয়েকটি গ্রহের একই সময়ে অবস্থান সাধারণ ঘটনা হলেও, সাতটি গ্রহের একসঙ্গে থাকাটা সত্যিই বিরল।
শেষবার এমন ঘটনা ঘটেছিল গত বছরের এপ্রিলে, যখন উত্তর আমেরিকার আকাশে পূর্ণ সূর্যগ্রহণ চলাকালীন এই সংযোগ দেখা গিয়েছিল। যদিও পুরো সংযোগটি ২৮ ফেব্রুয়ারি দেখা যাবে, এর আগে ২১ জানুয়ারি থেকে সাতটির মধ্যে ছয়টি গ্রহকে আকাশে একত্রে দেখা যাবে। পাঁচ বা ছয়টি গ্রহের সংযোগকে সাধারণত বড় সংযোগ (large alignment) বলা হয়, তবে সাতটি গ্রহের সংযোগ অত্যন্ত বিরল ঘটনা। গ্রহগুলোকে একদম সোজা সারিতে দেখা যাবে না।
কোথায় ও কীভাবে দেখবেন?
গ্রহ-সংযোগ দেখতে হলে শহরের আলোর দূষণ থেকে দূরে কোনও খোলা জায়গায় বা পাহাড়ে যেতে হবে। আবহাওয়া পরিষ্কার থাকলে নেপচুন ও ইউরেনাস ছাড়া অন্য সব গ্রহ খালি চোখেই দেখা যাবে। নেপচুন ও ইউরেনাস দেখতে হলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে হবে।