শেষ আপডেট: 3rd February 2025 07:49
দ্য ওয়াল ব্যুরো: উৎক্ষেপণের চার দিনের মাথায় বাধার মুখে ইসরোর শততম মিশন। রবিবার মহাকাশে পা রাখা ইসরোর কৃত্রিম উপগ্রহ এনভিএস-২ এ দেখা দিল প্রযুক্তিগত সমস্যা। জানা গিয়েছে, স্যাটেলাইটটি কক্ষপথ পরিবর্তন করতে পারছে না।
বুধবার ভোট ৬টা ২৩ মিনিট নাগাদ এনভিএস-২ এর উৎক্ষেপণ সফল হয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। শততম উৎক্ষেপণে তখন উচ্ছ্বসিত সকলে। জিএসএলভি ১৫ রকেটটি ওই কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দেয় ও পৃথিবীর কক্ষপথে স্থাপন করে। কিন্তু চার দিনের মাথায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ইসরো জানিয়েছে, থ্রাস্টারের জন্য যে ভালভগুলো খুলে অক্সিডাইজার প্রবাহিত হওয়ার কথা ছিল, তা খুলতে পারেনি কৃত্রিম উপগ্রহটি। যার ফলে নির্দিষ্ট কক্ষপথে ঠিক মতো স্থাপনই করা সম্ভব হয়নি।
উপগ্রহটি বর্তমানে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং ইসরো বিকল্প পদ্ধতিতে এটিকে ব্যবহার করার পরিকল্পনা করছে। যদিও এনভিএস-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ঠিক কতোটা সময় লাগবে, তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তেমন হলে মিশনটি বাতিলও হয়ে যেতে পারে বলে জানিয়েছে ইসরো।
এনভিএস-২ ভারতের ন্যাভআইসি (NavIC) সিস্টেমের দ্বিতীয় স্যাটেলাইট এবং এর মাধ্যমে ভারতের পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলে আরও উন্নত নেভিগেশন পরিবেষা পাওয়া যাবে। উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলেও এটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে এবং পাওয়ার সিস্টেমও স্বাভাবিক রয়েছে।