শেষ আপডেট: 15th February 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: এতদিন পর্যন্ত ধারণা ছিল, একবার মৃত্যু হলে আর ফিরে আসার উপায় নেই। কিন্তু আধুনিক বিজ্ঞানের গবেষণা বলছে, এই বিশ্বাস বদলাতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর পরও কিছুক্ষণের জন্য দেহে চেতনা টিকে থাকে, এমনকি মৃত্যুর তিন মিনিট পরও মস্তিষ্কে কিছু কার্যকলাপ লক্ষ্য করা যায়।
অনেক সময় মানুষের 'ব্রেন ডেড' হলেও শরীরের অন্যান্য কার্যকলাপ বন্ধ হয় না। হৃদস্পন্দন চলতে থাকে, রক্ত সঞ্চালনও পুরোপুরি বন্ধ হয় না। যদি সেই সময় মস্তিষ্কের কোষগুলিকে পুনরায় সক্রিয় করা সম্ভব হয়, তাহলে মৃত্যুর পরেও মানুষকে ফিরিয়ে আনা যেতে পারে।
কীভাবে সম্ভব?
প্রকৃতির কিছু রহস্যের মধ্যেই রয়েছে উত্তর। কিছু সরীসৃপ প্রাণী যেমন নিজেদের অঙ্গ পুনরায় গঠন করতে পারে, তেমনই মানুষের মস্তিষ্কের কোষগুলিও যদি নিজে থেকেই নতুন করে গঠিত হতে পারে, তবে মৃত্যুর পরেও পুনর্জীবনের সম্ভাবনা তৈরি হতে পারে। নিজের মানুষকে মৃত্যুর পরেও নাকি ফিরে পাওয়া সম্ভব! এমনটাই দাবি করছেন গবেষকরা।
গবেষণা কোথায় চলছে?
মার্কিন যুক্তরাষ্ট্রের 'বায়োকয়ার্ক বায়োটেক কোম্পানি' এই বিষয়ে গবেষণা চালাচ্ছে। পরীক্ষামূলকভাবে ভারতের উত্তরাখণ্ডেও ২০ জন ব্রেন ডেড রোগীর উপর এই গবেষণা চালানো হবে। যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে মৃত্যু আর স্থায়ী হবে না— বিজ্ঞানের হাত ধরে তৈরি হতে পারে নতুন এক যুগ!