শেষ আপডেট: 10th September 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে অনেক দেশেরই হাতের মুঠোয় চাঁদ। একের পর এক দেশ পাড়ি দিচ্ছে চাঁদে। কখনও খনিজ খুঁজতে, আবার কখনও জল। তবে এবার চাঁদে বিদ্যুৎ উৎপাদন করতে চলেছে রাশিয়া। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে দেশটি। ভারত ও চিনও এই প্রকল্পে অংশ নিতে পারে। লুনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি রোসাটম।
রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ জানান, এই পারমাণবিক কেন্দ্রটি চাঁদে তৈরি করা হবে, যাতে আধা মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে এতে কোনও মানুষ যাবে না। রাশিয়ার লক্ষ্য চাঁদে একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা।
ভারত ও চিন রাশিয়াকে সমর্থন করতে পারে:
এই প্রকল্পে রাশিয়া আন্তর্জাতিক সহযোগিতা পেতে চলেছে। ভারত এবং চিন এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে। ২০৪০ সালের মধ্যে চাঁদে একটি মানব মিশন পাঠানোর পরিকল্পনা করছে ভারত।
ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পাশাপাশি ভারত ও চিন চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে। ভারত ও চিন এই প্রকল্পে অংশ নিতে পারে। তবে ভারতের পক্ষ থেকে এখনই এমন কিছু নিশ্চিত করা হয়নি।
একের পর এক দেশ মহাকাশে তাদের মহাকাশযান পাঠিয়ে নিজেদের জায়গা পরিপক্ত করে নিচ্ছে। সেই মতোই রাশিয়াও চাইছে মহাকাশে তাদের সীমা বাড়াতে। এর জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যখন ভারত ও চিনের মতো দেশগুলো একসঙ্গে কাজ করছে, তখনই এমন একটি পরিকল্পনা নিয়ে হাজির রাশিয়া। তবে এই সহযোগিতা দুই দেশের মধ্যে শত্রুতা কমাতে পারে, এমনটা বলাই যায়।