শেষ আপডেট: 9th November 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে চকমক করছে সোনা। সুবিশাল অরণ্যে যেদিকেই তাকানো হচ্ছে, সেদিকেই পাওয়া যাচ্ছে সোনার দেখা। আর তা এতটাই ঝলমলে যে, তা ধরা পড়েছে মহাকাশ থেকেও। সম্প্রতি সোনার ভান্ডারের সেই ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর কোথায় দেখা গেল এমন দৃশ্য?
মহাকাশ গবেষণা সংস্থাটির মতে, এমন ঝলমলে সোনার ভান্ডার রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। মাদ্রে-দে-দিয়োস নামে সোনার একটি বিশাল খনি রয়েছে লাতিন আমেরিকার এই দেশে। এখানে এতটাই বিশাল জায়গা জুড়ে সোনার খনি রয়েছে, যে মহাকাশ থেকেও তা সহজেই ধরা পড়ে যায়।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, দেশের মধ্যে সবচেয়ে বড় সোনার খনি মাদ্রে-দে-দিয়োস আমাজন জঙ্গল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর তা দিনের পর দিন কমার বদলে বেড়েই চলেছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পেরু।
এই ক্ষতির কারণ কী?
বিজ্ঞানীদের মতে, সোনা নিষ্কাশনের জন্য পারদ ব্যবহার করা হয়। আর সেটাই হল আসল কারণ। যথেচ্ছ পারদের ব্যবহারে দূষণ বাড়ছে আমাজনে। তবে এ নিয়ে তেমনভাবে কোনও পদক্ষেপ নেওয়া যায়নি এতদিন। যদিও তার একটি কারণ রয়েছে। তা হল, সোনার খনিতে কাজ এবং জঙ্গলে সোনা খুঁজেই নিজেদের জীবন নির্বাহ করে সেখানকার প্রচুর সংখ্যক পরিবার।
পেরুর সোনার খনি দেখতে কেমন?
বৃহত্তম এই স্বর্ণভান্ডারের ছবি মহাকাশ থেকে তোলা হয়েছে। নাসা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। গোটা খনির দৃশ্য এভাবে আগে কখনও প্রকাশ্যে আসেনি। এবার নাসা সেই ছবিই করেছে বিশ্ববাসীর সঙ্গে।
মহাকাশযান থেকে তোলা ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সোনার খনি ঠিক কতটা জায়গা জুড়ে বিস্তৃত। ১৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ‘সোনার জঙ্গল’। সোনার খোঁজে এখানকার বাসিন্দারা অবৈধ ভাবে খনন করে ওই জঙ্গলে। ফলে সেই এলাকায় প্রতিনিয়ত বেড়েই চলেছে বিপদ। ফলে আমাজনের পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশেরও।