শেষ আপডেট: 30th September 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: খুব শীঘ্রই আকাশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। দিনটি ২ অক্টোবর। সেদিন মহালয়াও। দক্ষিণ আমেরিকার ১১টি রাজ্য এমন একটি দৃশ্য দেখতে পাবে, যা সহজে দেখা যায় না। কী এমন ঘটবে? আকাশে দেখা মিলবে 'রিং অফ ফায়ার'-এর।
'রিং অফ ফায়ার' কী জিনিস?
এটি এক প্রকার সূর্যগ্রহণ। নাসার মতে, চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে তখন সূর্য ঢেকে যায়। তখন আকাশে রিং-এর মতো দেখতে পাওয়া যায় সূর্যকে। একেই বলা হয় রিং অফ ফায়ার ইক্লিপস। সাধারণত বছরে ২ থেকে ৫ বার এই সূর্যগ্রহণ হয়। তবে সব সময় যে স্পষ্টই দেখা যাবে, এমনটা নয়।
এবার প্রশ্ন হল কোথা থেকে দেখা যাবে এই অপরূপ দৃশ্য? এটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের মানুষ দেখতে পাবেন। আমেরিকার ১১টি রাজ্যে বসবাসকারী ১.৭৫ লক্ষ মানুষ সরাসরি রিং অফ ফায়ার সূর্যগ্রহণ দেখতে পারবেন।
চিলি এবং আর্জেন্টিনায় ৩ থেকে ৬ মিনিটের জন্য রিং অফ ফায়ার দেখা যাবে। রাপা নুই ইস্টার দ্বীপ থেকে সবচেয়ে সুন্দর ও স্পষ্ট দেখা যাবে এই দৃশ্য। এছাড়াও, পেরিটো মোরেনো ন্যাশনাল পার্ক, পুয়ের্তো ডিসেডো, পুয়ের্তো সান জুলিয়ান এবং কোচরান থেকেও দেখা যাবে।
রিং অফ ফায়ারের প্রায় ৮৫ মিনিট আগে একটি আংশিক সূর্যগ্রহণ হবে। সেটি দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, হাওয়াইতে দেখা যাবে। এছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বুয়েনস আইরেস, আর্জেন্টিনা, সাও পাওলো, ব্রাজিল, আসুনসিওন এবং প্যারাগুয়েতে।
বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের সময় সাধারণ সানগ্লাস ব্যবহার করা যাবে না। তা কোনওভাবেই চোখের জন্য নিরাপদ নয়। সোলার ভিউয়ার এবং ফিল্টার প্রয়োজন। এই ধরনের চশমা না থাকলে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়।