ইন্টারনেট স্পিড বাড়বেই
শেষ আপডেট: 3rd September 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন ইন্টারনেট পরিষেবা উন্নত থেকে উন্নততর হচ্ছে। অথচ কখনও কখনও ফোনের ইন্টারনেট ঠিকভাবে কাজই করতে চায় না। এদিকে আজকাল অফিসের কাজ থেকে শুরু করে সিনেমা, ওয়েব সিরিজ় দেখা, কোনওটাই ইন্টারনেট ছাড়া হয় না বললেই চলে। সেখানে যদি ফোনের ইন্টারনেট স্পিড কম থাকে, তাহলে তাহলে তার থেকে বিরক্তিকর আর কীই বা হতে পারে।
অনেকেই ভাল ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য Wi-Fi কানেক্টিভিটি অপশনে স্যুইচ করার কথা ভাবেন। তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সমস্যা সব সময় ইন্টারনেট পরিষেবায় থাকে না। হতে পারে মোবাইলেই লুকিয়ে আছে আসল সমস্যা।
মোবাইলে থাকা সেই সমস্যা অনায়াসেই ঠিক করা সম্ভব। কয়েকটি সেটিংস চেঞ্জ করলেই ইন্টারনেট স্পিড বেড়ে যাবে সঙ্গে সঙ্গে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
অটো-আপডেট অপশন বন্ধ করতে হবে:
ইন্টারনেট স্পিডকে বাড়াতে চাইলে ফোনের অটো-আপডেট অপশন বন্ধ করে দিতে হবে। কারণ এটি এনাবল বা অন থাকলেও অনেক সময় ইন্টারনেট স্পিড কমে যায়। এর কারণ হল ডাউনলোডের জন্য অনেকটা ডেটা খরচ হতে শুরু করে। আর তার পুরোটাই হয় ফোনের ব্যাকগ্রাউন্ডে। তাই দরকারে ভাল ইন্টারনেট স্পিড পেতে অটো-আপডেট মোডটিকে অফ করে রাখাই ভাল।
নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে হবে:
যদি একেবারেই ইন্টারনেট কাজ না করতে চায়, তাহলে মোবাইলের সেটিংস-এ যেতে হবে। তারপর 'মোবাইল নেটওয়ার্ক'-এ ক্লিক করে 'নেটওয়ার্ক সেটিংস'-এ থাকা 'অটোমেটিক সেটিংস' আর 'অটো সিলেক্ট' অপশনটি বন্ধ করে 'ম্যানুয়ালি অপারেটর' বেছে নিতে হবে। এতে ইন্টারনেট স্পিড কিছুটা বেড়ে যাবে।