শেষ আপডেট: 7th August 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: অফলাইনের থেকে এখন অনলাইন পেমেন্টের চলই বেশি। তবে যত দিন এগোচ্ছে তত বেশি জালিয়াতির ঘটনাও সামনে আসছে। অনলাইন পেমেন্ট নিয়ে একটা চিন্তা যে দিনদিন বাড়ছে সেটা অস্বীকার করা যায় না। এই অবস্থায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই অন্য ভাবনা নিয়েছে। আমূল বদল আসতে পারে অনলাইন পেমেন্ট সিস্টেমেই।
অনলাইন জালিয়াতি, গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এনপিসিআই। তাই জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে তাঁরা ভাবনা-চিন্তা শুরু করেছে। এখনই কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও তাঁদের ভাবনায় রয়েছে ওটিপি-র বদলে কিছু নিয়ে আসা যাতে অনলাইন পেমেন্ট আরও সুরক্ষিত হয়। এক্ষেত্রে মনে করা হচ্ছে, বায়োমেট্রিক একটা বড় অপশন হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি স্টার্টআপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে এনপিসিআই।
বর্তমানে অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে পিন, পাসওয়ার্ড এবং ওটিপি-র ব্যবহার হয়। কিন্তু আগামী দিনে পুরোটাই বদলে গিয়ে হয়ে যেতে পারে বায়োমেট্রিক। অর্থাৎ ইউপিআই করার জন্য নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে। আর আইফোনের ক্ষেত্রে ফেস আইডি ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করার অনুমতি মিলবে। গোটা বিষয় নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও একাধিক পরামর্শ দিয়েছে। এখন এটাই দেখার কতদিনে এই নয়া নিয়ম বলবৎ করা যেতে পারে।
এখন পেমেন্টের সময়ে না হলেও ফোন আনলক করার জন্য বায়োমেট্রিক, ফেস আইডি ব্যবহার করা হয়। তাই এনপিসিআই-এর লক্ষ্য ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও এই সুবিধা নিয়ে আসা। তাঁরা মনে করছে, এমনটা হলে জালিয়াতির সংখ্যা আগের থেকে অনেকটাই কমে আসবে। কারণ ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করে ফেললেই টাকা চুরি যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে কারও আঙুলের ছাপ নকল করা তো অনলাইনেও সম্ভব নয়!