শেষ আপডেট: 9th November 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবী ব্যতীত মহাকাশে আর এমন অন্য কোন গ্রহ রয়েছে, তার সন্ধানে বছরের পর বছর গবেষণা চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। এমন এক গ্রহের সন্ধান করছেন যেখানে প্রাণের অস্তিত্ব আছে বা বিকাশ লাভের সম্ভাবনা আছে। মহাকাশে থাকা চেনা পরিচিত গ্রহগুলিকে নিয়ে কাটাছেঁড়া করে ফেলেছেন অনেক আগেই। তবু এই গবেষণার শেষ নেই চলছে অনন্তকাল ধরে।
তবে কি মহাকাশে পৃথিবী ছাড়া, আর এমন কোনও গ্রহ নেই যেখানে প্রাণ রয়েছে? এটি এমন একটি প্রশ্ন যার উত্তর মহাকাশ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে খুঁজছেন। এই প্রশ্ন নিশ্চয়ই মহাকাশে আগ্রহী প্রতিটি মানুষের মনেই এসেছে, পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণের সম্ভাবনা আছে কি-না?
মহাকাশ বিজ্ঞানীরা তাদের আবিষ্কারে সবসময়ই মানুষকে বিস্মিত করে। এবার তারা পৃথিবী থেকে মাত্র ৪০০০ আলোকবর্ষ দূরে পৃথিবীর আকারের একটি গ্রহ আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা একটি প্ল্যানেট আবিষ্কার করেছেন, যেখানে তাপ কম এবং প্রাণের সম্ভাবনাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
পৃথিবীর অনুরূপ গ্রহ
স্পেস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, যে এক্সোপ্ল্যানেটটি আবিষ্কৃত হয়েছে সেটি আকারে ছোট এবং শীতল। তাছাড়া লাল বামন নক্ষত্রের চারপাশে ঘোরে। পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব প্রায় ৪০০০ আলোকবর্ষ। এর প্রস্থ পৃথিবীর তুলনায় প্রায় ১.১ গুণ বলে অনুমান করা হয়েছে। এই কারণে, পৃথিবী ছাড়াও এটি শুক্র গ্রহের সমান বলে মনে হচ্ছে।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের কারণে এই গ্রহটি মানুষের বাসযোগ্য হতে পারে। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছেন। তাদের মতে, এক্সোপ্ল্যানেট এমন গ্রহ যা পৃথিবীর সৌরজগতের বাইরে রয়েছে। এটি প্রায় পৃথিবীর অনুরূপ।
বসবাসের উপযোগী গ্রহ
ব্রিটিশ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মতে, এই গ্রহটিকে 'হোয়াইট ডোয়ার্ফ' নক্ষত্রের চারপাশে ঘুরতে দেখা গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটি নক্ষত্রের 'হ্যাবিটেবল জোনে' পাওয়া গিয়েছে। আসলে 'হ্যাবিটেবল জোন' হল এমন একটি এলাকা, যা খুব গরম বা খুব ঠান্ডা নয়, অর্থাৎ এটি বসবাসের জন্য উপযোগী। বিজ্ঞানীদের মতে, 'হোয়াইট ডোয়ার্ফ'-এর 'হ্যাবিটেবল জোন'-এ প্রথমবারের মতো এমন কিছু দেখা গিয়েছে, যেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে।