শেষ আপডেট: 2nd November 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান ৪৭ বছর ধরে মহাকাশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নাম ভয়েজার-১। বহুদিন এর সঙ্গে মহাকাশ সংস্থাটির এমন কোনও যোগাযোগ ছিল না। হঠাৎই পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ করে মহাকাশযানটি। এমনটা হতেই অবাক নাসার বিজ্ঞানীরা।
৪৩ বছর বয়সী ট্রান্সমিটার
আশ্চর্যজনক বিষয় হল, যে রেডিও ট্রান্সমিটার অর্থাৎ যার মাধ্যমে এটি যোগাযোগ করেছে, তা সর্বশেষ ১৯৮১ সালে ব্যবহৃত হয়েছিল। তার মানে এটি একটি ৪৩ বছর বয়সী ট্রান্সমিটারের সাহায্যে পৃথিবীতে বার্তাটি পাঠিয়েছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা ২৪ অক্টোবর ভয়েজার-১ এর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন।
এখন কী করছে ভয়েজার-১?
বার্তার সাহায্যে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, বর্তমানে ভয়েজার-১ পৃথিবী থেকে ১৫ বিলিয়ন মাইল দূরে রয়েছে। চলতি বছরের ১৬ অক্টোবর, এর একটি ট্রান্সমিটার বন্ধ হয়ে যায়। যার ফলে যোগাযোগে সাময়িক ব্যাঘাত ঘটে। বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে, মহাকাশযানে বড় কোনও ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে এটি আর কাজ করতে পারছে না।
কীভাবে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ?
নাসার মতে, ভয়েজার-১ থেকে একটি বার্তা পৃথিবীতে পৌঁছতে বা পৃথিবী থেকে ভয়েজার-১-এ পৌঁছতে ২৩ ঘন্টা সময় লাগে। অর্থাৎ মহাকাশযানটি কে একটি বার্তা পাঠাতে বা সেখান থেকে একটি বার্তা পৃথিবীতে আসতে সময় লাগে ১ দিন।
বিজ্ঞানীরা তখনই চিন্তিত হয়ে পড়েছিলেন যখন, ১৬ অক্টোবর যানটিকে একটি বার্তা পাঠানোর পরেও ১৮ অক্টোবর পর্যন্ত মহাকাশযানের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। একদিন পর মহাকাশযানের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভয়েজার-১ -এর দু'টি রেডিও ট্রান্সমিটার রয়েছে। কিন্তু বহু বছর ধরে এটি শুধুমাত্র একটিই ব্যবহার করে আসছে। যাকে বলা হয় এক্স-ব্যান্ড ট্রান্সমিটার। অন্যদিকে, এস-ব্যান্ড ট্রান্সমিটারগুলি আরেকটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে, যা ১৯৮১ সাল থেকে ব্যবহার করা হয়নি।