শেষ আপডেট: 12th May 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: সূর্যের ঝড় প্রলয়ঙ্কর। গনগনে আগুনে সৌরবায়ু পাক খেয়ে খেয়ে ছিটকে বেরোচ্ছে। অশান্ত সূর্যের ছবি দেখাল নাসা।
নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি ছবিতে দেখিয়েছে, সূর্যের পৃষ্ঠদেশে প্রায় ২ লক্ষ কিলোমিটার জায়গা জুড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। বিজ্ঞানীরা যাকে বলছেন সানস্পট বা সৌরকলঙ্ক। ওই জায়গায় সৌররশ্মিরা খুবই উত্তেজিত। প্রতি মুহূর্তে গনগনে আগুনে বায়ু বেরিয়ে আসছে সেই ক্ষতের জায়গা থেকে। ক্ষতের আশপাশের এলাকায় তুমুল ঝড় উঠছে। এই সৌরঝড় ছিটকে বেরোচ্ছে সূর্য থেকে। ছড়িয়ে পড়ছে মহাকাশে।
গনগনে আঁচ সৌরপৃষ্ঠে। ছোট ছোট আগুনের গোলা যেন ছিটকে বের হচ্ছে। নাসার সোলার অবজারভেটরি দেখাল, AR3664 বা সূর্যে তৈরি হওয়া গর্তটি এতটাই বড় যে পৃথিবী থেকেও তার দেখা পাওয়া যাবে। একই সঙ্গে আসন্ন বিপদের আশঙ্কাও করেছেন নাসার বিজ্ঞানীরা। কারণ, সৌরমুলুকে তৈরি হওয়া ওই গর্ত জন্ম দিচ্ছে ভয়ঙ্কর সৌরঝড়ের, যা পৃথিবীর পক্ষে মোটেও মঙ্গলদায়ক নয়। ওই সানস্পট থেকে তৈরি হওয়া সৌর বিকিরণ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত যোগাযোগ রক্ষাকারী উপগ্রহগুলিকে তছনছ করে দিতে পারে। সেই সঙ্গে পৃথিবীর অনেক জায়গায় বিদ্যুৎ ঘাটতি হওয়ারও আশঙ্কা রয়েছে।
The Sun emitted two strong solar flares on May 10-11, 2024, peaking at 9:23 p.m. EDT on May 10, and 7:44 a.m. EDT on May 11. NASA’s Solar Dynamics Observatory captured images of the events, which were classified as X5.8 and X1.5-class flares. https://t.co/nLfnG1OvvE pic.twitter.com/LjmI0rk2Wm
— NASA Sun & Space (@NASASun) May 11, 2024
এই ধরনের গর্ত সাধারণত সূর্যের পৃষ্ঠদেশে সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন এলাকা। এখানকার তাপমাত্রাও অনেক কম। নাসা জানিয়েছে, গর্ত থেকে ‘এক্স ক্লাস’ সৌর বিকিরণ তৈরি হচ্ছে যার জেরে পৃথিবীর নানা দেশে মেরুজ্যোতি দেখা যাচ্ছে। ভারতের লাদাখ থেকেও আকাশে দেখা গেছে লাল-নীল-গোলাপি আলোর খেলা।
বিজ্ঞানীদের হিসেব বলছে, এ ঝড়ের তীব্রতা আরও বাড়বে আগামী দু’বছরে। কারণ সৌরচক্রের সবচেয়ে কঠিন সময়টি আসতে চলেছে। ২০২৫ সালে ‘সোলার ম্যাক্সিমাম’ পর্বে পা রাখবে সূর্য। ১১ বছরের সৌরচক্রের এই সময়টি সবচেয়ে বেশি তেজ বিকিরণ করবে সৌরপৃষ্ঠ। বিজ্ঞানীদের আশঙ্কা, ঝড়ের দাপটে ভাল মতো ভুগতে হবে সৌরপরিবারের অধিবাসী পৃথিবীকে। সম্পূর্ণ ভেঙে পড়তে পারে ডিজিটাল-দুনিয়া ও তার আধুনিক যোগাযোগ ব্যবস্থা!