শেষ আপডেট: 1st December 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: নেপচুনের মতোই এক গ্রহের সন্ধান পেল নাসা। কিন্তু সেখানে বছর ঘোরে মাত্র কয়েক ঘণ্টায়। আল্ট্রা হট এই গ্রহের নাম টিওআই-৩২৬১ বি। লাল এই গ্রহকে কী প্রাণ রয়েছে? উঠতে শুরু করেছে প্রশ্ন।
নক্ষত্রকে খুব তাড়াতাড়ি প্রদক্ষিণ করে এই গ্রহ তাই এখানে মাত্র ২১ ঘণ্টায় এক বছর হয়। নাসার তরফে জানানো হয়েছে, তাঁদের ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটে ধরা পড়েছে এই গ্রহটি। নেপচুনের মতোই কিন্তু নেপচুনের থেকে তাপমাত্রা অনেক বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহের নাম দেওয়া হয়েছে আল্ট্রা শর্ট পিরিয়ড হট নেপচুন। এই একই ধরনের আরও তিনটি গ্রহ রয়েছে। এই গ্রহগুলি সাধারণত নক্ষত্রকে দ্রুত প্রদক্ষিণ করে। আকারেও ছোট হয়।
নেপচুনের মতো হলেও এই গ্রহ বৃহস্পতিবার মতো গ্যাসে ভরা। তবে, বিজ্ঞানীরা বলছেন, টিওআই-৩২৬১ বি চরিত্র পাল্টাচ্ছে। এখানে কোনও প্রাণ যে আছে, যেবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। প্রাণ থাকার মতো পরিস্থিতিও বা আবহাওয়াও এই গ্রহে নেই।