শেষ আপডেট: 17th January 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স বৃহস্পতিবার তাদের স্টারশিপ রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। তবে, উৎক্ষেপণের আট মিনিটের মধ্যেই ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে রকেটটি ভেঙে পড়ে। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে সাফল্যের নিশ্চয়তা ছিল না।
স্পেসএক্সের প্রতিনিধি কেট টাইস বলেন, 'আমাদের রকেট ধ্বংস হয়েছে। আমরা হতাশ, তবে এমন পরীক্ষার মাধ্যমেই ভবিষ্যতে সফল হওয়া সম্ভব।' এই স্টারশিপ আগের তুলনায় উন্নত ছিল। এর উপরের অংশ সাড়ে ছয় ফুট লম্বা এবং পুরো রকেটটি ৩৭ তলা বাড়ির সমান ছিল।
First night in Turks and Caicos and we’re on the beach and see this.
— KingDomRedux (@KingDomRedux) January 16, 2025
???? pic.twitter.com/CDPlLd70Yn
এতে ১০টি কৃত্রিম উপগ্রহের মডেল রাখা হয়েছিল। উৎক্ষেপণের চার মিনিট পর বুস্টার থেকে রকেটের উপরের অংশ আলাদা হয়। তবে কয়েক মিনিট পরই রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্পেসএক্সের কমিউনিকেশন ম্যানেজার ড্যান হুয়োট জানিয়েছেন, ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল, তা জানতে সময় লাগবে।
স্পেসএক্স জানিয়েছে, রকেট ভেঙে পড়ার সঠিক কারণ জানতে বিশ্লেষণ চলছে। পরীক্ষার সময় পাওয়া তথ্য ভবিষ্যতে উন্নত প্রযুক্তি তৈরিতে সাহায্য করবে। ২০২৫ সালে স্টারশিপের প্রথম বড় মিশন পরিকল্পিত, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে ইলন মাস্কের দল।