শেষ আপডেট: 13th April 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি ছুটি কাটাতে পাড়ি দিচ্ছেন মহাকাশে!
রাকেশ শর্মার পরে এই প্রথম কোনও ভারতীয় যাচ্ছেন মহাকাশে। তাও আবার পর্যটক হয়ে। এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে আমেরিকার বেসরকারি মহাকাশ সংস্থা ‘ব্লু অরিজিন’। আমাজন কর্তা জেফ বেজোসের মহাকাশ সংস্থা ‘ব্লু অরিজিন’-এর ‘নিউ শেফার্ড-২৫(এনএস-২৫)’ অভিযানের অংশ হিসাবে মহাকাশে পর্যটক হিসাবে যাচ্ছেন ভারতীয় পাইলট গোপীচাঁদ থোটাকুরা। তাঁর সহযাত্রী হবেন আরও পাঁচজন।
ইতিহাস সৃষ্টি করতে চলেছেন গোপীচাঁদ। উইং কমান্ডার রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি পাড়ি দিতে চলেছেন মহাকাশে। প্রাক্তন ভারতীয় বায়ু সেনার পাইলট উইং কমান্ডার রাকেশ শর্মা ১৯৮৪ সালে মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় নাগরিক ছিলেন।
থোটাকুরা একজন অভিজ্ঞ বিমানচালক। ছোটবেলা থেকেই আকাশ তাঁকে টানে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অতল গভীর মহাকাশের রহস্য তাঁকে হাতছানি দেয়। আকাশে ওড়াই তাঁর নেশা। তাই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। গোপীচাঁদ বুশ, অ্যারোবেটিক সিপ্লেন, গ্লাইডার এবং এয়ার বেলুন ওড়াতে পারেন। আন্তর্জাতিক চিকিৎসা বিমানের পাইলট হিসাবেও কাজ করেছেন তিনি।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জন্ম গোপীচাঁদের। ৩০ বছর বয়সি গোপীচাঁদ হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত।
৫৫ বছর পরে চাঁদের মাটিতে ফের পা পড়বে মানুষের। প্রথম চাঁদে নামবেন এক মহিলা নভশ্চর। দক্ষিণ মেরুতে তাঁকে উড়িয়ে নিয়ে যাবে জেফ বেজোসের রকেট। কাজ প্রায় শেষ করে ফেলেছে অ্যামাজন কর্তার এরোস্পেস কোম্পানি ‘ব্লু অরিজিন’ । নাসার চন্দ্র-অভিযান তথা আর্টেমিস মিশনেরই সঙ্গী হবে এই রকেট। তারজন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। নিজে দাঁড়িয়ে থেকে রকেটের পরীক্ষা নিরীক্ষা করলেন বেজোস। চাঁদে দ্বিতীয়বার মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। তার জন্য স্পেস লঞ্চ সিস্টেম ও মহাকাশযান ওর্যায়ন তৈরির কাজ প্রায় শেষের দিকে। ওর্যায়নের চারটি ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা চলছে নাসার সঙ্গে চন্দ্রাভিযানে জোট বেঁধেছে বেজোসের সংস্থা ব্লু অরিজিন। এই সংস্থার তৈরি রকেটের ইঞ্জিন বিই-৭ এর পরীক্ষা শুরু হয়েছে।