শেষ আপডেট: 7th February 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৪ মার্চ। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, যার ফলে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে ফেলবে এবং চাঁদ গাঢ় লাল আভায় ঢেকে যাবে। এই বিশেষ চাঁদটিকে ব্লাড মুন বলা হয়। চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা। যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় থাকে। তখন এটি হয়। এর ফলে পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যার ফলে চাঁদের রঙ পাল্টে যায়। এই ঘটনা পূর্ণগ্রাস, আংশিক এবং উপানুম্বর—এই তিনটি ধাপে ঘটে।
১৪ মার্চের চন্দ্রগ্রহণটি প্রায় ৬ ঘণ্টা ধরে চলবে এবং তার বিভিন্ন পর্যায়ের সময়সূচি এভাবে থাকবে: উপানুম্বর গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯:২৭ থেকে, আংশিক গ্রহণ শুরু হবে ১০:৩৯, এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ১১:৫৬। সর্বোচ্চ গ্রহণ, যেখানে চাঁদ তার ব্লাড মুন রূপ নেবে, দুপুর ১২:২৮-এ ঘটবে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর ১:০১-এ। এবং আংশিক গ্রহণ শেষ হবে দুপুর ২:১৭-এ, পরে উপানুম্বর গ্রহণ শেষ হবে বিকেল ৩:৩০-এ। এবার প্রশ্ন হল এই চন্দ্রগ্রহণ কোথা থেকে স্পষ্ট দেখা যাবে? জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। তার কারণও ব্যাখ্যা করেছেন তাঁরা।
কারণ এই সময় ভারতীয় উপমহাদেশে দিন থাকবে। তবে, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। মহাকাশপ্রেমীরা সেখান থেকে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন, বা তারা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এটি দেখার সুযোগ পাবেন।