শেষ আপডেট: 12th September 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, মহাজাগতিক যে কোনও ঘটনাতেই সঠিক সময়ে আকাশের দিকে চোখ রাখেন অনেকেই। চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ১৭ সেপ্টেম্বর। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। এবার প্রশ্ন হল কবে, কখন, কোন কোন জায়গায় বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে? জেনে নেওয়া যাক।
চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়
১৭ সেপ্টেম্বর একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে। অনেক জায়গায় এটি ১৮ সেপ্টেম্বরও দেখা যাবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ভারতীয় সময় অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৬টা বেজে ১১ মিনিটে।
ভারতে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে?
স্পেস ডট কম-এর মতে, আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকার কিছু অংশের পাশাপাশি এশিয়া ও রাশিয়ার পশ্চিমাঞ্চল এবং অ্যান্টার্কটিকার কিছু এলাকায়। তবে ভারতে এখনই দেখা যাবে কিনা, তা বলা যাচ্ছে না।
সূর্য, পৃথিবী, চাঁদ একই রেখায় অবস্থান করলে তাদের অবস্থানের নিরিখে ঘটে গ্রহণ। ২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যায় ২৫ মার্চ। এটি একটি পেনামব্রাল চন্দ্রগ্রহণ ছিল। এই ধরনের গ্রহনকালে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশের মধ্য দিয়ে যায়, যাকে পেনাম্ব্রা বলা হয়। ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর-পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় সে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে।