শেষ আপডেট: 9th December 2024 08:14
দ্য ওয়াল ব্যুরো: জাপানকে বলা হয় উদ্ভাবনের দেশ। টেকনোলজি ব্যবহার করে একাধিক নতুন নতুন যন্ত্রের আবিষ্কার এই দেশ ইতিমধ্যেই করেছে। এবার তালিকায় জুড়ল আরও এক নাম। 'হিউম্যান ওয়াশিং মেশিন।' যা এআই-এর সাহায্যে মাত্র ১৫ মিনিটে একটি আস্ত মানুষকে ধুয়ে শুকিয়ে ফেলবে অর্থাৎ স্নান করিয়ে দেবে।
জাপানের সায়েন্স কোম্পানি নামের একটি সংস্থা এই মেশিন বানিয়েছে। নাম দিয়েছে 'মিরাই নিংগেন সেন্টাকুক'। এই মেশিনে ঢুকে পড়লেই শুধু স্নান নয়, সংস্থার দাবি অনুযায়ী স্পা করলে যেমন অভিজ্ঞতা হতে পারে, তেমন অভিজ্ঞতা হবে। এতে থাকবে ওয়াটার জেট, মাইক্রোস্কপিক এয়ার বাবলস। স্কিন টাইপ অনুযায়ী বডি ওয়াশও থাকবে এতে। এআই ব্যবহার করেই স্কিন টাইপ, চেহারার মাপ সিলেক্ট করা যাবে। ওয়াশ সাইকেল অর্থাৎ কতবার জল পড়বে, কতোটা জল দিয়ে স্নান করাবে মেশিন, সবটাই কাস্টমাইজ করা যাবে।
কীভাবে কাজ করবে এটি?
- আপনাকে প্রথমে মেশিনটিতে ঢুকতে হবে।
- তাতে অর্ধেক গরম জল আগে থেকেই থাকবে।
- এরপর, মাইক্রোস্কোপিক বুদবুদ তৈরি হবে জলে। সংস্থার দাবি এই বুদবুদগুলি স্কিনে ঘষা খাবে এবং নোংরা তুলে ফেলবে।
- এবার এআই ব্যক্তির ভাইটাল সাইন পর্যবেক্ষণ করবে।
- সেই মতো কতোটা তাপমাত্রায় জল রাখলে ব্যক্তি আরাম পাবে, সেই তাপমাত্রা নিশ্চিত করবে।
- এই মেশিনটি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেবে।
- রিল্যাক্স করতে যা যা দরকার তাই করবে।
কবে এটি বাজারে আসবে?
২০২৫ সালের ওসাকা এক্সপোতে উদ্বোধন হবে এই মেশিনের। এক হাজার জন দর্শক এটি প্রথমবার ব্যবহার করার সুযোগ পাবেন সেখানো। ট্রায়াল শেষ হওয়ার পর, এই মেশিনটির উৎপাদন ব্যাপকভাবে শুরু হবে। শুধু কমার্শিয়াল ক্ষেত্রে নয়, বাড়িতে ব্যবহার করা যায় এমন মেশিনও আনা হবে বলে জানিয়েছে সংস্থা।