শেষ আপডেট: 2nd January 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তার ১০০তম মিশনের প্রস্তুতি নিচ্ছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন যে, এই মিশনটির নাম হবে জিএসএলএফ (GSLV-F15/NVS-02), যা ভারতের দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট। মিশনটি ২০২৫ সালের জানুয়ারিতে চালু হবে, তবে আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এস সোমনাথ বলেন, 'জানুয়ারি মাসে ইসরো অ্যাডভান্সড নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০২ উৎক্ষেপণ করবে। জিএসএলভি উৎক্ষেপণ হবে ইসরোর ১০০ তম মিশন। এরপরে ইসরো মহাকাশে পাঠাবে মহিলা রোবট ব্যোমমিত্র। এটা গগনযানেরই একটি অংশ। ব্যোমমিত্র অভিযান সফল হলে, মহাকাশে মহাকাশচারী পাঠানো হবে।'
এই মিশনটি ভারতীয় স্যাটেলাইট নেভিগেশন প্রসারিত করবে এবং জিএসএলএফ এম-কে-২ রকেটের মাধ্যমে পাঠানো হবে। নতুন স্যাটেলাইট এনভিএস ০২ (NVS-02) ভারতীয় জিপিএস সিস্টেমের অংশ হবে, যা ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা। এর মাধ্যমে সেনাবাহিনী, কৃষি, জরুরি পরিষেবা এবং মোবাইল অবস্থান পরিষেবা উন্নত হবে। এটি আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোকে টাইমিং সার্ভিসও দেবে বলে জানা গিয়েছে।
এই মিশনটি ভারতের ১০০তম মিশন হবে এবং এটি ভারতের নেভিগেশন সিস্টেমের সক্ষমতা আরও বাড়াবে। এর আগে, ৩০ ডিসেম্বর ২০২৪-এ ইসরো স্প্যাডেক্স মিশন চালু করেছিল, যা মহাকাশে ডকিং এবং আনডকিং পরীক্ষা করবে। বর্তমানে, আমেরিকা, রাশিয়া ও চীনই এই ক্ষমতা অর্জন করেছে। সফল হলে, ভারত চতুর্থ দেশ হিসেবে এই কাজটি করতে পারবে। এখন শুধুমাত্র ইতিহাস রচনার অপেক্ষা।