শেষ আপডেট: 4th December 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: সূর্য রহস্য ভেদে অভিযান শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থাটি তার পিএসএলভি-সি৫৯-রকেটের মাধ্যমে বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর ২০২৪ ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রোবা-৩ (Proba-3) সোলার মিশন লঞ্চ করতে চলেছে। প্রোবা-৩ একটি সৌর মিশন পিএসএলভি-এক্সএল রকেটের মাধ্যমে ৪ ডিসেম্বর বিকাল ৪.০৮ নাগাদ পাড়ি দেবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ১ থেকে উৎক্ষেপণ করা হবে।
প্রোবা-৩ কী ধরনের মিশন?
প্রোবা-৩ মিশন হল ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)-এর একটি 'ইন-অরবিট ডেমোনস্ট্রেশন (আইওডি) মিশন'। এই মিশনের লক্ষ্য হল প্রথমবারের মতো 'নির্ভুল ফর্মেশন ফ্লাইং'। এই স্যাটেলাইট-এ রয়েছে দু‘টি ছোট উপগ্রহ। একটি নির্দিষ্ট কক্ষপথে গিয়ে দু’টি স্যাটেলাইট আলাদা হয়ে যাবে।
তারপরে সেই নির্দিষ্ট জায়গায় থেকেই যানটি সূর্যের করোনাগ্রাফ সংগ্রহ করবে। একের পর এক পরীক্ষা চালাবে। সূর্য গ্রহণ সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে সংস্থায় পাঠাবে। এই মিশনের সঙ্গে দু'টি উপগ্রহ জড়িত যা কৃত্রিম সূর্যগ্রহণ তৈরি করতে একসঙ্গে কাজ করবে। ইসরোর বিজ্ঞানীরা ওর পাঠানো তথ্য দিয়েই চালাবেন বিভিন্ন গবেষণা।
সূর্যের করোনা, সৌর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, সৌর গতিবিদ্যা এবং মহাকাশ আবহাওয়ার ঘটনা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশন। ৪৪.৫ মিটার লম্বা রকেটটি প্রায় ১৮ মিনিট ভ্রমণ করার পরে ৫৫০ কেজি প্রোবা-৩ উপগ্রহটিকে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করবে। ইসরোর বিজ্ঞানীরা শুভ কাজের আগে তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা জানান। এবারও তার ব্যতিক্রম ঘটল না।