শেষ আপডেট: 22nd January 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: ৪ হাজার বছর আগে পৃথিবীতে ঠিক কী ঘটেছিল, সেই রহস্যের জট খোলার পথে এগিয়েছেন বিজ্ঞানীরা। গুজরাটের ভুজে অবস্থিত ১.৮ কিলোমিটার প্রশস্ত ‘লুনা ক্রেটার’-এর বিস্ময়কর ইতিহাস নিয়ে উঠে এসেছে নতুন তথ্য। গবেষকরা জানিয়েছেন, এই বিশাল গর্তটি পৃথিবীতে উল্কাপাতের ফলেই সৃষ্টি হয়েছে।
মনে করা হয়, ৫০ হাজার বছর আগে পৃথিবীতে একটি বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল, যার প্রচণ্ড আঘাতে এবং ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের কারণেই লুনা ক্রেটারের জন্ম। নিউসায়েন্টিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লুনা ক্রেটারের চারপাশে একসময় বসবাস করত সিন্ধু সভ্যতার মানুষ। কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক গর্ডন ওসিনস্কি এই জ্বালামুখকে একটি পারমাণবিক বিস্ফোরণের সমতুল্য বলে মনে করেছেন।
লুনা ক্রেটারের মাটির ভূ-রাসায়নিক বিশ্লেষণে প্রচুর ইরিডিয়ামের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। এই ধাতু সাধারণত উল্কাপিণ্ডে পাওয়া যায়। এর থেকে স্পষ্ট, এই ক্রেটারের উৎপত্তি একটি লোহার-সমৃদ্ধ উল্কাপিণ্ডের আঘাতের ফলেই হয়েছে।
তবে, লুনা ক্রেটার এখনও সম্পূর্ণভাবে একটি নিশ্চিত জ্বালামুখ হিসেবে স্বীকৃতি পায়নি। এই কারণেই গবেষণা এখনও জারি রয়েছে। এই ক্রেটার ঘিরে প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে, যা আমাদের অতীতের রহস্য ভেদ করতে সাহায্য করছে।