শেষ আপডেট: 7 January 2024 07:55
দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি, এখন বাবা-মায়েদের কাছে চিন্তার কারণ। কীভাবে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখবেন, সেই ভাবনাই চলে। কিন্তু যতই বাবা-মা বা অভিভাবকদের চোখ রাঙানি থাকুক না কেন, বাচ্চারা সুযোগ পেলেই মোবাইল হাতে বসে পড়ে। নেট দুনিয়ায় অবাধ ঘোরাফেরা চলে। কোনটা দেখা উচিত না কোনটা নয়, সেই বোধ নেই অনেক বাচ্চারই। তাই নেট পাড়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট। অর্থাৎ যেগুলো তৈরিই করা হয় প্রাপ্ত বয়স্কদের জন্য।
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউবেও ছড়িয়ে আছে বহু অ্যাডাল্ট কন্টেন্ট। বাবা-মায়েদের চোখের আড়াল হলেই সেই সব কন্টেন্টে চোখ রাখে বাচ্চারা। কীভাবে ইউটিউবে বাচ্চাদের থেকে দূরে রাখবেন, তার সহজ কিছু উপায় রইল এই প্রতিবেদনে।
ইউটিউবের একটি রেস্টিক্টেড মোড আছে। যা অন করলে আর কোনও অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাবেন না আপনি। কীভাবে সেই রেস্টিক্টেড মোড চালু করবেন আপনার ডিভাইসে?
ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য---
মোবাইল ব্যবহারকারীদের জন্য---