শেষ আপডেট: 17th October 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: সারি সারি সাদা ধবধবে পদ্ম ফুটে রয়েছে জলের উপর। এই পদ্য কিন্তু বরফের পদ্ম। জমাট বাধা বরফের পদ্ম ছিটিয়ে রয়েছে নীল জলের উপর। এবার প্রশ্ন হল, পদ্ম, তাও কিনা আবার বরফের? এমনটা কী করে সম্ভব?
আসলে এই সাদা ধবধবে ফুলগুলোকে বলা হয় ফ্রস্ট ফ্লাওয়ার, আইস ফ্লাওয়ার বা সি আইস। এই ফুল কিন্তু শুধুই বরফের হয়। যত্রতত্র জন্মায় না। অর্থাৎ এটিকে বিরল বলাই যায়। সাধারণত এই ফুলগুলোর ব্যাস ৩ থেকে ৪ সেন্টিমিটার হয়। সমুদ্র উপকূলের কাছাকাছি অত্যন্ত ঠান্ডা এলাকায় এই ফুলের দেখা পাওয়া যায়।
এগুলো আসলে বরফের পাতলা স্তর, যেগুলো খুব কম তাপমাত্রায় তৈরি হয়। এই ফুলের দেখা পাওয়া যায় আর্কটিক মহাসাগর এবং এর আশেপাশের এলাকায়। কিন্তু কীভাবে তৈরি হয় গুচ্ছ গুচ্ছ পদ্ম?
গবেষণায় দেখা গিয়েছে, তুষারপাতের পর ফুলের মতো রূপ নেয় নিজে থেকেই। কিন্তু এমনটা কীভাবে সম্ভব? বিজ্ঞানীদের মতে, বরফের পাতলা স্তর বাতাসের চাপে ঘুরতে থাকে এবং ফুলের আকার ধারণ করে, তখন তাকে হিম ফুল বলা হয়।
কীভাবে জমাট বাধে এই হিমু ফুল বা বরফ ফুল?
এই প্রশ্নের ভুল ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এগুলো সহজে যে কোনও জায়গায় দেখা যায় না। যখন তাপমাত্রা শূন্যের থেকে অনেকটাই কমে যায়, তখন ভূমি হিমায়িত হয় না। কিন্তু এর উপরের বায়ু হিমায়িত হয়। তারপরে সেগুলির জমাট বেধে যায়। তারউপরে বাষ্প বা কুয়াশা জমতে শুরু করে। এর ফলে বরফের লম্বা-চওড়া পাতলা স্তর জমতে শুরু করে উপর উপর। তাই দেখতে ফুলের মত মনে হয়। মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াসে এই ফুলগুলিকে আরও বেশি দেখা যায়। সমুদ্রের জলে হয় কারণ এতে প্রচুর পরিমাণে সালফেট থাকে।
দিনের কোন সময় দেখা যায় বরফ পদ্ম?
এই বরফ পদ্ম বা বরফের ফুল খুব ঠান্ডা জায়গায় শুধুমাত্র সকালে ও সন্ধ্যায় দেখা যায়। তাপমাত্রা মাইনাস 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলেই এগুলো তৈরি হয়। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলে এগুলি আবার গলে যায়। তবে তখন দেখতে কিছুটা অদ্ভুত মনে হয়। একটু তাপ পেটে না পেতেই নিমেষে অদৃশ্য হয়ে যায় সমস্ত ফুল। সন্ধ্যে গড়িয়ে রাত হলেই আবার দেখা পাওয়া যায়। তবে যেখানে ছায়া, সেখানে এর দেখা মেলে।