শেষ আপডেট: 15th March 2025 21:29
দ্য ওয়াল ব্যুরো: হোলির সময় বিভিন্ন সংস্থা নানা ছাড় ও অফার নিয়ে আসে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের ৭০০ টাকা উপহার দেবে। এই পোস্টটি ১২ মার্চ থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মুকেশ আম্বানির ছবি, জিও ডিজিটাল লাইফ ও জিও সিনেমার লোগো।
ব্যাকগ্রাউন্ডে হিন্দিতে বলা হচ্ছে, "হোলি উপলক্ষে সমস্ত জিও গ্রাহকরা ৭০০ টাকা করে পুরস্কার পাবেন! দ্রুত লিঙ্কে ক্লিক করুন ও টাকা নিন!" ইতিমধ্যেই ভিডিওটি ১৫.৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। তবে এই দাবির সত্যতা খতিয়ে দেখে নিউজমিটার নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ ভুয়ো। জিওর অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনও অফারের কথা বলা হয়নি। সংস্থার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজেও এ নিয়ে কোনও তথ্য নেই।
যারা এই লিঙ্কে ক্লিক করছেন, তারা পৌঁছে যাচ্ছেন festivvholiiioff.xyz নামের একটি সন্দেহজনক ওয়েবসাইটে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও ডিজিটাল ইন্ডিয়ার লোগো দিয়ে বলা হচ্ছে, "প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ১৯৯৯ টাকা পেতে এখানে ক্লিক করুন।"
এটি একটি প্রতারণামূলক ওয়েবসাইট যা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। স্ক্যাম অ্যাডভাইজরও এই ওয়েবসাইটটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। তাই এই ধরনের ভুয়ো লিঙ্কে ক্লিক না করাই ভাল। ফলে "হোলিতে জিও ৭০০ টাকা উপহার দিচ্ছে"—এই দাবি মিথ্যা ও প্রতারণামূলক। তাই যেকোনও অফারের আগে তার সত্যতা যাচাই করে নিন এবং অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না।