রাতের আকাশে দু'টি চাঁদ দেখা যাবে
শেষ আপডেট: 15th September 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: মহাবিশ্বের বিভিন্ন রহস্যে সমাধান করতে গিয়ে অনেক অবাক করা জিনিসের সন্ধান পান বিজ্ঞানীরা। রাতের অন্ধকারে লুকিয়ে থাকা কোনও কিছুই তাঁদের চোখ এড়িয়ে যেতে পারে না। ২৯ সেপ্টেম্বরের পর রাতের দৃশ্যপট বদলে যাবে বলে জানাচ্ছেন মহাকাশে বিজ্ঞানীরা। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মতে, রাতের আকাশে দু'টি চাঁদ দেখা যাবে।
বিজ্ঞানীদের মতে, তাঁরা মহাকাশে চোখ রাখতেই আবিষ্কার করেছেন 'মিনি মুন'। চলতি মাসের শেষের দিক থেকে রাঁতের আকাশে দেখতে পাওয়া যাবে এই মিনি মুন। পৃথিবীতে এর প্রভাব কী রকম হবে, তা নিয়েই বিভিন্ন গবেষণা চালিয়ে চলেছেন তাঁরা। তবে কি চাঁদের ঠিক পাশেই দেখতে পাওয়া যাবে এই নতুন চাঁদকে?
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অনুসারে, পৃথিবীতে শীঘ্রই একটি নতুন অতিথি আসতে চলেছে। এটি একটি ছোট উল্কা, যাকে বৈজ্ঞানিকভাবে গ্রহাণু ২০২৪ পিটি৫ বলা হচ্ছে। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত পৃথিবীর চারপাশে ঘুরবে। ঠিক চাঁদের পাশে পাশেই ঘুরে বেরাবে এই ছোট্ট গ্রহাণু। চাঁদের পাশাপাশি আকাশে দেখা যাবে ছোট্ট আরেকটি উজ্জ্বল বিন্দু। এই উল্কাপিণ্ডকেই বলা হচ্ছে মিনি মুন।
গ্রহাণু ২০২৪ পিটি৫-এর আবিষ্কার:
মিডিয়া রিপোর্ট অনুসারে, বিজ্ঞানীরা ৭ আগস্ট একটি গ্রহাণু ২০২৪ পিটি৫ আবিষ্কার করেন। এই গ্রহাণুটি ২৯ সেপ্টেম্বর পৃথিবীর এত কাছে আসবে, তা প্রথমেই ভাবেননি তাঁরা। পরে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন, এটি পৃথিবীর এত কাছে এসে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, কয়েক মাস চাঁদের মতো পৃথিবীর চারপাশেই ঘুরবে এই ছোট্ট উল্কা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রহাণুর ব্যাস প্রায় দশ মিটার। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত, এটি পৃথিবীর অভিকর্ষের অধীনে থাকবে। এই দুই মাস সময়কালে গ্রহাণুটি পৃথিবীর চারদিকে ঘুরবে। তবে পৃথিবীর কোনও রকম ক্ষতি করতে পারবে না। বিজ্ঞানীদের মতে, এই উল্কাটি এতটাই ছোট যে, খালি চোখে রাতের আকাশে এটিকে দেখতে পাওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বড় টেলিস্কোপ।