শেষ আপডেট: 7th March 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: দুই পুরুষ ইঁদুরের মিলন থেকে সন্তান জন্ম দেওয়ার এক অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন চিনের বিজ্ঞানীরা। কোনও মহিলা ইঁদুরের ভূমিকা ছাড়াই সন্তান জন্মানোর এই পরীক্ষা বিজ্ঞান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এক বিপ্লবী পদক্ষেপ বলে মনে করছেন বিজ্ঞানীরা। চিনের ‘চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস’-এর গবেষকরা এই অভাবনীয় সাফল্য পান ১৯৬৯টি ভ্রূণের মধ্যে মাত্র ১৩৪টি সফল জন্মে।
কীভাবে পরীক্ষা হয়েছে?
পরীক্ষাটি সহজ ছিল না। প্রথমে এক পুরুষ ইঁদুরের শুক্রাণু ও অন্য পুরুষ ইঁদুরের ভ্রূণীয় স্টেম কোষ সংগ্রহ করা হয়। এরপর ডিএনএ অপসারিত একটি ডিম্বাণু কোষে এই মিশ্রণ প্রবেশ করানো হয়। অবশেষে ২০টি জিনের পরিবর্তন ঘটানো হয়, যাতে ভ্রূণের স্বাভাবিক বিকাশ সম্ভব হয়।
তবে সফল জন্ম হলেও বেশ কিছু জটিলতা দেখা গিয়েছে। জন্মানো ইঁদুরগুলির অনেকেই ছিল দুর্বল, কিছু ইঁদুর খাওয়ার সমস্যায় ভুগছিল এবং অনেকেই ছিল বন্ধ্যা। ফলে মানবশরীরে এই প্রযুক্তি প্রয়োগে এখনও রয়েছে বহু চ্যালেঞ্জ। এমন পরীক্ষা অবশ্য এর আগেও হয়েছে।
জাপানের চুশু বিশ্ববিদ্যালয়েও দুই পুরুষ ইঁদুরের কোষ থেকে সফল ভ্রূণ তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী ১০ বছরের মধ্যে এই প্রযুক্তি মানবশরীরেও প্রয়োগ করা সম্ভব হতে পারে। এটি সমকামী দম্পতি বা অবিবাহিত পুরুষদের নিজেদের জৈবিক সন্তান পাওয়ার নতুন সম্ভাবনা খুলে দেবে।
তবে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে এখনই নানা নৈতিক ও প্রযুক্তিগত প্রশ্ন উঠছে। বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে, তবে ভবিষ্যতে এর উন্নতির সম্ভাবনা প্রবল। বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনালেও হয়তো একদিন মহিলা ইঁদুর ছাড়াই সন্তানের জন্ম বাস্তবে রূপ নেবে।