শেষ আপডেট: 5th December 2024 19:31
দ্য ওয়াল ব্যুরো: চাঁদের মাটিতে বিভিন্ন দেশের আনাগোনা বহু বছর ধরেই চলছে। ফলে ২০২৩ সালের মধ্যে চাঁদে বিভিন্ন দেশের অভিযাত্রীদের পদার্পণের রাস্তা প্রশস্ত হবে, এমনটা বলাই যায়। সেই মতো পরীক্ষা নিরীক্ষাও শুরু করে দিয়েছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের মাটি থেকে বিভিন্ন নমুনা এনে, সেখানকার পরিবেশ বোঝারও চেষ্টা করা হচ্ছে। তবে এবার চিনা বিজ্ঞানীরা চাঁদের মাটি থেকে ইট তৈরি করতে চাইছে।
চাঁদের মাটি দিয়েই তৈরি হবে ইট
চাঁদেই তৈরি করা হবে ইট। বিজ্ঞানীরা এই ইটের সাহায্যে চাঁদে তাঁদের ঘাঁটি তৈরি করতে চাইছে। সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) একটি ভিডিওতে এই তথ্য উঠে এসেছে। সেই ভিডিওতে একটি অ্যানিমেশন রয়েছে। যাতে দেখা যাচ্ছে, একটি রোবট চাঁদে বাসস্থান তৈরি করছে। একটা একটা করে ইট দিয়ে তৈরি করছে ঘাঁটি। এই পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে বিজ্ঞানীরা কংক্রিট নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন।
তিয়ানঝৌ ৮ মিশনটি ১৫ নভেম্বর চিনের মহাকাশ স্টেশন, তিয়ানগং-এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু হঠাৎ কেন এমন চিন্তা বিজ্ঞানীদের? আসলে ভিডিওটি থেকে জানা যাচ্ছে, পৃথিবী থেকে চাঁদে যেকোনও জিনিস নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং। ফলে সেখানকার সম্পদকেই কাজে লাগাতে চাইছেন চিনা বিজ্ঞানীরা। তাঁদের মতে, যদি চাঁদের মাটিতেই ইট বানিয়ে ফেলা সম্ভব হয়। তাহলে অনেক রকম লজিস্টিক সমস্যারও সম্মুখীন হতে হবে না।
চাঁদের মাটি কেমন?
বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে পাথরের টুকরো, খনিজ পদার্থ, কাচের কণা এবং অন্যান্য উপাদানের মিশ্রণ পাওয়া গিয়েছে। পৃথিবীতে, উত্তর-পূর্ব চিনের চাংবাই পর্বত থেকে আগ্নেয়গিরির ছাই অনেকটা চাঁদের মাটির মতোই। বহু দিনের গবেষণায় এমনটাই জানতে পেরেছেন বিজ্ঞানীরা।