শেষ আপডেট: 7th September 2024 16:16
সুনীতাকে মহাকাশে রেখেই পৃথিবীতে ফিরল স্টারলাইনার, অপেক্ষা আরও পাঁচ মাসের
দ্য ওয়াল ব্যুরো: বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুল, যা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে মহাকাশে নিয়ে গিয়েছিল, পৃথিবীতে ফিরে এসেছে। শনিবার সকালে (মার্কিন সময় শুক্রবার রাতে) নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে নিরাপদভাবে অবতরণ করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ্য জানিয়েছে।
বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটি স্পেস স্টেশন থেকে আনডক করে শুক্রবার সন্ধ্যায় আমেরিকান সময় ৬:০৪ মিনিটে পৃথিবীর দিকে আসতে শুরু করে। স্পেসশিপটিতে কোনও ক্রু ছিল না, তাই এটি অটোমেটিক মোডে পৃথিবীর দিকে আসে। এটি নাসার মার্কারি প্রোগ্রাম ক্যাপসুলের মতো সমুদ্রে অবতরণ করেনি। স্টারলাইনারকে শুকনো জমিতে অবতরণ করানো হয়েছে।
এই মহাকাশযানটি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে। উভয় মহাকাশচারী, যারা স্টারলাইনারের সঙ্গে গিয়েছিলেন, আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকবেন। নাসা জানিয়েছে, দুই নভোচারী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ক্রু ড্রাগন ফিরে আসবে।
এখনই তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনও রকম ব্যবস্থা করা সম্ভব হয়নি। স্টারলাইনারে করে তাদের না আনার একটাই কারণ, তা হল নিরাপত্তা। নাসা জানিয়েছে, বুচ এবং সুনীতাকে এই ক্যাপসুলে করে ফিরিয়ে আনা হয়নি। কারণ ফেরার পথে ক্যাপসুলে আবার যান্ত্রিক সমস্যা দেখা দিলে, সমস্যায় পড়তে হত নভোচারীদের। তাই মহাকাশে তাদেরকে নিরাপদে রেখে আসা হয়েছে।