বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসু
শেষ আপডেট: 5th September 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৫ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি মিশনে গিয়েছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে সেদিন থেকেই সেখানে আটকে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল।
তবে এবার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, স্টারলাইনার ৬ সেপ্টেম্বর পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এই মহাকাশযানটি কোনও মহাকাশচারী ছাড়াই পৃথিবীতে ফিরবে।
মহাকাশে বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামসের যাত্রা হতে চলেছে আরও দীর্ঘ। ১০ দিনের মিশনে যাওয়া এই যাত্রা আট মাস পর্যন্ত দীর্ঘ হতে পারে বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।
বুধবার নাসা জানিয়েছে, বোয়িং-এর স্টারলাইনারের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো মহাকাশচারীরা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ক্রু ড্রাগন ফিরে আসতে পারে। তবে এখনই তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনও রকম ব্যবস্থা করা সম্ভব নয়। স্টারলাইনারে করে তাদের না আনার একটাই কারণ, তা হল নিরাপত্তা।
মহাকাশচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় নাসা স্পষ্ট জানিয়েছে যে, বুচ এবং সুনীতা যাতে নিরাপদে থাকতে পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনও মিশনের ক্ষেত্রেই মহাকাশচারীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বোয়িং-এর দাবি, বর্তমানে তাদের মহাকাশযান স্টারলাইনার মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে চ্যালেঞ্জার এবং কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনার পর নাসা আর কোনও ঝুঁকি নিতে চায় না।
বিশেষজ্ঞদের মতে, স্টারলাইনারের স্পেস ক্যাপসুলটি অত্যাধুনিক এবং এর ডিজাইনে নভোচারীদের সাহায্য নেওয়া হয়েছে। স্টারলাইনার নভোচারীদের পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছে। সুনীতা উইলিয়ামস নিজেই এটির প্রযোজনা ও ডিজাইনে সাহায্য করেছেন।