শেষ আপডেট: 29th January 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে আঘাত হানতে পারে নতুন একটি গ্রহাণু। আবিষ্কার করা হয়েছে গ্রহাণু ২০২৪ ওয়াইআরফোর (Asteroid 2024 YR4) গ্রহাণুটিকে। প্রতি আট বছর পর পৃথিবীর কাছাকাছি চলে আসে। এই গ্রহাণুর পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা প্রকাশ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এটি ২০৩২ সালের ডিসেম্বর মাসে পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। গ্রহাণু ২০২৪ ওয়াইআরফোর বর্তমানে ২৭ মিলিয়ন মাইল দূরে পৃথিবী থেকে ঘুরছে।
গ্রহাণু কী?
নাসার মতে, এগুলোকে ক্ষুদ্র গ্রহও বলা হয়। সৌরজগতের সমস্ত গ্রহ যেমন সূর্যের চারদিকে ঘোরে, তেমনি গ্রহাণুগুলিও সূর্যের চারদিকে ঘোরে। গ্রহাণু হল পাথুরে অবশিষ্টাংশ, যা সৌরজগতের প্রাথমিক গঠন থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে তৈরি ছিল। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ১১ লাখ ১৩ হাজার ৫২৭টি গ্রহাণু শনাক্ত করেছেন।
গ্রহাণুগুলো সৌরজগতের প্রাথমিক গঠন থেকে তৈরি হয়েছে প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে। কিছু গ্রহাণু পৃথিবীর কাছে চলে আসলে, তার দিকে বিশেষ নজর রাখা হয়। নাসার নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ সেন্টার (CNEOS) এই গ্রহাণুর গতিবিধি ট্র্যাক করছে এবং এর কক্ষপথের পূর্বাভাস তৈরি করেছে, যাতে দেখা যাচ্ছে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি আসতে শুরু করেছে। যদি কক্ষপথের কোনওরকম পরিবর্তন না হয়, তাহলে তা আছড়ে পড়তে পারে পৃথিবীতে।
Recently-discovered #asteroid 2024 YR4 may make a very close approach to Earth in 8 years. It is thought to be 40-100 meters wide. Uncertainty is still high and more and more observations are needed confirm this. pic.twitter.com/u8PvZg3jaw
— Tony Dunn (@tony873004) January 28, 2025
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, এই গ্রহাণু পৃথিবী থেকে ১,০৬,২০০ কিলোমিটার দূরত্বে চলে আসবে। তবে, বিজ্ঞানীরা এর গতিবিধি আরও পর্যবেক্ষণ করে নিজেদের তথ্য উন্নত করছেন, যা ভবিষ্যতে আরও নির্ভুল পূর্বাভাস দিতে সাহায্য করবে।
বিজ্ঞানীরা বলেছেন, যদি এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তাহলে একটি বিশাল বিস্ফোরণ হতে পারে, যা 'এয়ারবার্স্ট' নামে পরিচিত। আর যদি এটি পৃথিবীর পৃষ্ঠে আঘাত করে, তাহলে একটি বিশাল গর্ত তৈরি হবে। যদি এটি পৃথিবীতে না পড়ে, তবে গ্রহাণুটি ২০৩২ সালের ২২ ডিসেম্বর চাঁদের খুব কাছাকাছি চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।